বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের হাদিবাসকাঠি গ্রামে জোরপূর্বক গাছ কেটে ঘর উত্তলন ও জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলা চালিয়ে মা-মেয়েসহ ৫ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। লুট করা হয়েছে আহত নারীদের স্বাণার্লংকার। এঘটনায় এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামের মৃত্যু আদম আলী খলিফার তিন ছেলে এছকেন্দার খলিফা, মোঃ শাহআলম খলিফা ও নুর ইসলাম খলিফা ১ একর জমি সমান ভাবে বন্টন করে দীর্ঘ ৩০ বছর ভোগদখল করে বিভিন্ন প্রজাতীর গাছ রোপন করে আসছিল। কিন্তু হটাৎ এসকেন্দারের মৃত্যু হলে তার স্ত্রী ও ছেলেদের নিয়ে চাচা শাহআলম ও নুর ইসলাম খলিফার জমি গত ১৮ ই মে মঙ্গলবার সকালে সন্ত্রাসীদের নিয়ে অর্ধ শতাধিক গাছ কেটে ঘর উত্তোলন চেষ্টা করে এসময় শাহআলমের পরিবার বাধা প্রদান করলে আরিফ, নজরুল, জহিরুল হক, লাইজসহ তার সহযোগীরা লোহার রড নিয়ে সেখানে হামলা চালায়। হামলা চালিয়ে তারা শাহনাজ বেগম, আইরিন আক্তার, রেহাহানা বেগম, শিরাজুল ইসলাম,ও সিয়াম আহত করে। এসময় হামলাকারীরা নারীদের পরণে থাকা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে। তাদের চিৎকারের আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। এবিষয় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার জানায়, গাছ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
Leave a Reply