পটুয়াখালী প্রতিনিধি ॥ ঢাকা-পটুয়াখালী নৌ রুটে যাত্রীবাহী ডাবল ডেকার লঞ্চ চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নৌযান শ্রমিকরা। বুধবার (১৯ মে) সকালে পটুয়াখালী লঞ্চঘাট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে লঞ্চঘাট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ডাবল ডেকার সুন্দরবন-১৪ লঞ্চের মনির হোসেন, আওলাদ-৭ এর মো. আব্বাস হাং, সত্তার খান-১ লঞ্চের মো. সিরাজ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন অফিস সেক্রেটারি রিয়াজ উদ্দিন রুবেলসহ সব লঞ্চের শ্রমিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দীর্ঘ দেড় মাস ‘লকডাউনে’র কারণে অধিকাংশ শ্রমিক ঈদের আগে মালিকদের কাছ থেকে কোনো বেতন বোনাস না পেয়ে পরিবার পরিজন নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন। ঈদে ‘লকডাউনে’র মধ্যদিয়ে সাধারণ যাত্রীরা অতিরিক্ত ভাড়া ব্যয় করে বাড়ি ফিরছেন। এমনকি ফেরিতে পদদলিত হয়ে মারাও গেছেন। এক সপ্তাহের জন্য আবারও দূরপাল্লার পরিবহন ও নৌযান বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। বর্তমানে বেতন বোনাস না পেয়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালুর অনুমতি দেবেন এমনটাই দাবি আমাদের। পরে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালুর দাবিতে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়।
Leave a Reply