আঞ্চলিক প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় কৃষি বিভাগের উদ্যোগে কৃষকের মাঝে সরকারী ভর্তুকীর ধান কাটা রিপার মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে কৃষকদের মাঝে ধান কাটা মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা খলিলুর রহমান ও এসিআই মোটর লিঃ এর এআরও ইফতেখারুল ইসলাম।
বিতরণকালে কর্মকর্তারা জানান, চলতি বোরো মৌসুমে কৃষকের বাম্পার ফলন হলেও ধানকাটা শ্রমিক সংকটের এই ‘রপিার মেশিন বিশেষ ভুমিকা রাখবে। এসিআই কোম্পানীর ধান কাটা ‘রিপার’ মেশিনের মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। ৯০ হাজার টাকা সরকার ভর্তুকী দিয়ে কৃষককে অর্ধেক মূল্য হিসেবে ৯০ হাজার টাকা জমা দিয়ে এই ধান কাটা মেশিন সংগ্রহ করতে পারবেন। তবে দুই বছরের মধ্যে বিতরণ করা মেশিন বিক্রি করা যাবে না। দুই বছর পরে কৃষক মেশিনের মালিকানা হবেন।
উপজেলায় ধান কাটা রিপার মেশিন সংগ্রহকারী কৃষকেরা হলেন বারপাইকা গ্রামের বুদ্ধিশ্বর মন্ডলের ছেলে বিভূতি মন্ডল, একই গ্রামের মঙ্গল বাড়ৈর ছেলে মৃনাল কান্তি বাড়ৈ, বিভূতি মন্ডলের স্ত্রী শেফালী রানী বাড়ৈ, কদমবাড়ি গ্রামের নিবারণ অধিকারীর ছেলে জয়দেব অধিকারী ও বাটরা গ্রামের অনন্ত কুমার দত্তর ছেলে অঞ্জন দত্ত।
Leave a Reply