বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের গ্যাসফিল্ড বাজার সংলগ্ন রাস্তার পাশে সংরক্ষিত সবুজ বনায়ন প্রকল্পের আওতায় দুটি মেহগনি গাছ কর্তণ ও ১টি রেইনট্রি গাছের ডাল কাটার অভিযোগ পাওয়া গেছে। সবুজ বনায়ন প্রকল্পটি মনিরাম বন কেন্দ্রের আওতায়। গত কয়েকদিন যাবত এসব গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন স্থানীয়রা। সবুজ বনায়ন প্রকল্পের আওতায় ২ টি মেহগনি গাছ কাটা ও একটি রেইনট্রি গাছের ডালা কাটা অবস্তায় গাছগুলো জব্দ করেন উপজেলা বন কর্মকর্তা মোঃ মোক্তাদির বিল্লাল। এ ঘটনায় ৩ জনকে আসামি করে একটি মামলার প্রক্রিয়া চলছে। বোরহানউদ্দিন উপজেলা বন কর্মকর্তা মোঃ মোক্তাদির বিল্লাল জানান, গ্যাস ফিল্ড বাজার রাস্তার পাশে ২ টি মেহগনি গাছ কাটা ও একটি রেইনট্রি গাছের ডালা কাটা অবস্তায় গাছগুলো জব্দ করি। স্থানীয় কবির, মাকসুদ হাওলাদারসহ আরো ১ জনকে আসামি করে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে মামলার কাগজপত্র প্রেরণ করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply