মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের মেহেন্দিগঞ্জে বিয়ে বাড়িতে হামলা চালিয়ে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এ ঘটনায় ৪ জনকে আটক করেছে। পুলিশ জানায়, আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আ. রব ঢালীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলা শিকার পরিবারের দাবি, হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারীর ভাইদের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। হামলা শিকার পরিবারটিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। নিহতরা হলেন- রব ঢালীর বড় ভাই আব্দুস ছাত্তার ঢালী (৫৫) ও প্রতিবেশী সিদ্দিকুর রহমান (২৮)। নিহত ছাত্তার ঢালীর পরিবারের দাবি, রাজনৈতিক বিরোধের কারণে কালাম বেপারীর লোকজন এ হামলা করেছে। উত্তর উলাউনিয়ার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আ. রব ঢালী জানান, বাড়িতে তার নাতনি সাথি আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল। দুপুরে বরযাত্রী আসার কথা ছিল। সকাল ১১টার দিকে ৫০-৬০ জন হামলাকারী লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বিয়ে বাড়িতে হামলা করে এবং বসতঘরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় যাকে সামনে পেয়েছে তাকেই কুপিয়েছে তারা। হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে সিদ্দিকুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ছাত্তার ঢালী ও ইসমাইল ঢালীকে স্পিডবোটে বরিশালে নেওয়ার পথে ছাত্তার ঢালী মারা যান। নিহত ছাত্তার ঢালীর আরেক ভাই ও হিজলা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক জামাল হোসেন ঢালী জানান, দলের স্থানীয় বিরোধে ও প্রতিপক্ষের হামলার ভয়ে তার পরিবারের বেশিরভাগ পুরুষ কয়েকবছর যাবত এলাকায় থাকতে পারছেন না। তারা বরিশাল নগরীসহ বিভিন্ন স্থানে থাকছেন। তার অভিযোগ, নাতনির বিয়েতে অংশগ্রহণের জন্য সবাই বাড়িতে থাকবেন- এটা নিশ্চিত হয়ে ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারীর ভাইদের নেতৃত্বে ৫০-৬০ জন বিয়ে বাড়িতে হামলা করেছে। জামাল হোসেন ঢালীর অভিযোগ, হামলা করার জন্য বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী ভাড়ায় আনা হয়েছে। ধুলখোলা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, গত মাসে দক্ষিণ উলানিয়ায় সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনিও আসামি। এ কারণে গত একমাস তিনি আত্মগোপনে ঢাকায় আছেন। সলদি গ্রামে হামলার সঙ্গে তার ভাইয়েরা জড়িত নন। তাকে ফাঁসাতে ঢালী পরিবার নিজেরাই এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলা-সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার মারুফ হোসেন। এ ঘটনায় প্রাথমিকভাবে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এর আগেও একাধিকবার হামলা-সংঘর্ষ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এর আগেও একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। সহিংসতার কারণে উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থাগিত করেছে নির্বাচন কমিশন।
Leave a Reply