গৌরনদী প্রতিনিধি ॥ দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্তকারীদের আইনের আওতায় বিচার ও তাঁর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক মুক্তির দাবিতে গৌরনদী প্রেসক্লাবের ডাকে বরিশালের তিন উপজেলার সাংবাদিকদের সমন্বয়ে বৃহস্পতিবার গৌরনদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গৌরনদী বাসষ্ট্যান্ডে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে এ কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে দেয়া বক্তব্যে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের দুর্নীতিগ্রস্থ আমলা কাজী জেবুন্নেছা ও তার সহযোগীদের দ্বারা রোজিনা ইসলাম নির্যাতিত ও হেনন্তা হয়েছেন। তাঁকে সাজানো মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এর পর তাঁর রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এর তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, সাহসী সাংবাদিক রোজিনাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আর ওই সকল দুর্নীতিগ্রস্থ আমলাদের আইনের আওতায় বিচার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার এতে ব্যার্থ হলে গৌরনদী প্রেসক্লাব গৌরনদী থেকে লাগাতার আন্দোলনের ডাক দিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল প্রকার নিউজ বর্জন করবে। এভাবে জেলা, বিভাগ ও কেন্দ্রীয় ভাবে স্বাস্থ্য মন্ত্রনালয় ও স্বাস্থ্য বিভাগের সকল প্রকার নিউজ বর্জনের কর্মসূচী দিতে প্রস্তুত থাকার জন্য সাংবাদিকদের জেলা ও বিভাগ, কেন্দ্রীয় পর্যায়ের সংগঠন গুলোর প্রতি তারা আহব্বান জানান। গৌরনদী প্রেসক্লাবেব এ কর্মসূচীর সাথে একাত্বতা প্রকাশ করে মানববন্ধনে যোগ দেয় গৌরনদী রিপোটার্স ইউনিটি, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটি আগৈলঝাড়া প্রেসক্লাব, আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি এবং উজিরপুর প্রেসক্লাবের সদস্য ও কর্মকর্তাগন। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক এম. আলম, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক ওমর আলী সানী, গৌরনদী রিপোটার্স ইউনিটি সভাপতি সৈয়দ নকিবুল হক, সাবেক সভাপতি বি.এম বেলাল হোসেন, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ লুৎফর রহমান দিপ, সাধারন সম্পাদক মোনাসেফ মামুন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান, আনন্দ টেলিভিশনের বরিশাল ব্যুরো চীফ কাজী আল-আমীন প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকা প্রদক্ষিন করে।
Leave a Reply