গলাচিপা প্রতিনিধি ॥ বেসরকারি সংস্থার সহযোগিতায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদ-নদীর পানি উচ্চতা বৃদ্ধি ফলে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর গলাচিপার পানপট্টি ইউনিয়নের ১০০ ফুট ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ তাৎক্ষণিক মেরামত করেছে এলাকাবাসী ও সিপিপির (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) সদস্যরা। গতকাল নদীতে ভাটার পরে বিকেল থেকে রাত পর্যন্ত ওই ইউনিয়ন বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত অংশে জিও ব্যাগ (বালু ভর্তি বিশেষ ব্যাগ) ফেলে বেড়িবাঁধ মেরামত সম্পন্ন করা হয়েছে। সেভ দ্যা চিল্ড্রেন সংস্থার অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারীর বাস্তবায়নে দুর্যোগ ঝুঁকি হ্রাস করণে পূর্বাভাস ভিত্তিক পূর্ব প্রস্তুতিমূলক প্রাথমিক কার্যক্রম প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের মেরামত করা হয়েছে। এছাড়াও একই প্রকল্পের আওতায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছয়টি ইউনিয়নে বেড়িবাঁধের বাইরে অবস্থানরত অতিদরিদ্র ৫শ’ পরিবারের মধ্যে নগদ অর্থ, স্বাস্থ্য সুরক্ষার উপকরণ এবং ঘড়বাড়ি মেরামতের জন্য প্রয়োজনীয় উপকরণ সহায়তা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। গলাচিপার পানপট্টি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম ঘরামী বলেন, বেড়িবাঁধটি আগুনমুখা নদীর তীরবর্তী হওয়ায় খুব ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ। বেড়িবাঁধটি ঘূর্ণিঝড় থেকে আমাদের বাঁচিয়ে রেখেছে। যদি বেড়িবাঁধ নদীর সঙ্গে বিলীন হয়ে যায়, তবে আমরা শেষ। ৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা রফিক মিয়া বলেন, আমাদের দূরদিনে সেভ দা চিল্ড্রেন, জাগো নারী আমাদের পাশে দাঁড়িয়েছে। দুর্যোগের সময় তাদের সদস্যরা আমাদের পাশে থাকে সাহস জুগিয়েছে। ফলে বাঁধ ভাঙার একদিন সময়ের মধ্যে আমরা সবাই মিলে বাঁধ নির্মাণ করেছি। সিপিপি পানপট্টি ইউনিয়ন টিম লিডার মো. রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার (২৫ মে) রাতে জোয়ারের পানি ওঠে আমার ইউনিয়নের ৮-৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণের বেড়িবাঁধের অংশ ভেঙে যায়। বুধবার বিকেলে ঘূর্ণিঝড়ের প্রভাব কমলে সেভ দা চিল্ড্রেনের অর্থায়নে জাগোনারী বাস্তবায়নে একশত জন সিপিপি ও এলাকা বাসির সহযোগিতায় ভাঙা বেড়িবাঁধ মেরামত কাজ শুরু করি। পানপট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার বলেন, আমাদের সঙ্গে অংশ নেওয়ার জন্য জাগো নারীকে ধন্যবাদ। ভবিষ্যৎ দুর্যোগের সময় এভাবেই তারা আমাদের পাশে থাকবে বলে আশা রাখি।জাগো নারীর নির্বাহী প্রধান হোসনে আরা হাসি বলেন, সেভ দ্যা চিল্ড্রেন আর্থিক সহযোগিতায় আমাদের প্রকল্পটি গলাচিপায় দুর্যোগ প্রবণ এলাকায় ঝুঁকিপূর্ণ মানুষের ঝুঁকি হ্রাস, সক্ষমতা বৃদ্ধি ও পুনর্বাসন কাজ করছে। আমাদের সাধ্য অনুযায়ী এই এলাকার মানুষের জীবন-জীবিকা রক্ষায় কাজ করছি।
Leave a Reply