গলাচিপা প্রতিনিধি ॥ পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার রতনদী তালতলী, চরকাজল, চরবিশ্বাস ও পানপট্টি ইউনিয়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন প্রমুখ। এসএম শাহজাদা উপজেলার রতনদী তালতলী, চরকাজল, চরবিশ্বাস, পানপট্টি, ডাকুয়াসহ বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বাঁধ পুণঃনির্মাণের আশ্বাস দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন জানান, উপজেলার ১২টি ইউনিয়নে ইয়াসে ক্ষতিগ্রস্ত ৪ হাজার ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হবে। এর মধ্যে চরকাজল, চরবিশ্বাস, রতনদী তালতলী ও পানপট্টি ইউনিয়নে ১ হাজার এবং বাকি ৮টি ইউনিয়নে ৩ হাজার ৫০০ পরিবারকে পর্যায়ক্রমে ত্রাণ সহায়তা দেয়া হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৫ কেজি, ডাল ২ কেজি, তৈল ১ লিটার, চিনি ১ কেজি, লবন ১ কেজি, মুড়ি আধা কেজি ও সাবান ১টি। এ ছাড়া পৌরসভায় ক্ষতিগ্রস্তদের জন্য ২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
Leave a Reply