বাবুগঞ্জ প্রতিনিধি ॥ ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে প্রায় সকল নদ-নদীর পানি বৃদ্ধির ফলে অধিকাংশ এলাকার নিন্মাঞ্চল তলিয়ে গেছে। ইয়াসের দিন সবার মধ্যে একধরনের অজানা আতঙ্ক বিরাজ করলেও এর ভিন্নতা দেখা গেছে জেলার বাবুগঞ্জ উপজেলার রাজগুরু নতুনচর এলাকায়। দুর্যোগের দিন (২৬ মে) ওই গ্রামের এক মাহিন্দ্রা চালকের মেয়ের বিয়ের পূর্বের নির্ধারিত দিন ধার্য করাছিলো। কিন্তু ওইদিন ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে প্লাবিত হয় কনের বাড়ির আশপাশ এলাকাসহ প্রবেশের একমাত্র রাস্তাটি। এ অবস্থাতেই চলে বিয়ের আনুষ্ঠানিকতা। গ্রামের আমন্ত্রিত অতিথিরা নৌকাযোগে আসলেও বিপাকে পরেন বরযাত্রীরা। কনের বাড়িতে প্রবেশের রাস্তাটি হাঁটু সমান পানির নিচে তলিয়ে থাকায় বাধ্য হয়েই নিমজ্জিত রাস্তা দিয়ে বরযাত্রীরা কনের বাড়িতে আসেন। অতিথি আপ্যায়নের পর বর ও কনেকে কোলে চরিয়ে স্বজনরা নিমজ্জিত রাস্তা পার করেন। সেই বিয়ের অনুষ্ঠানকে ঘিরে বর ও কনেকে কোলে চরিয়ে পানিতে প্লাবিত রাস্তা পারাপার হওয়ার দৃশ্যের ছবি বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওবায়েদুল ইসলাম জানান, তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখেছেন। স্থানীয়ভাবে বিয়ের ব্যাপারে তিনি অবগত ছিলেন না।
Leave a Reply