চরফ্যাসন প্রতিনিধি॥ ভোলার মনপুরায় ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৪শ’ পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি উদ্দ্যেগে ক্ষতিগ্রস্ত ৪শ’ পরিবারের মাঝে চিনি, চিড়া, বিশুদ্ধ পানি, সাবান, বিস্কুট, সার্জিকাল মাস্ক, স্যালাইন, ফুড প্যাকেজ, হাইজিন প্যাকেজ ও তারপলিন এসব ত্রান সমগ্রী বিতরণ করা হয়। ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ৪শ’ পরিবারের মধ্যে ত্রান বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন ভোলা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম। ত্রান বিতরন অনুষ্ঠানে তিনি বলেন, আর্তমানবতার সেবায় যেকোন দুর্যোগে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সবার আগে সাড়া দেয়। তারই ধারাবাহিকতায় ঘূর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন খাবারের সংকট বা অসুস্থ্য হয়ে না পড়ে সেজন্য রেডক্রিসেন্ট রেইসড আর্লি অ্যাকশন প্রোগ্রামের পক্ষ থেকে ভোলা জেলার উপকুলীয় উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাড়িয়েছেন। ত্রান বিতরনের সময় মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম,উপজেলা সিপিপি টিম লিডার এরফান উল্যাহ অনি চৌধুরীসহ রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply