স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, আমাদের আচরণে সেবা প্রত্যাশী ভুক্তভোগীর প্রতি অনিয়ম-দুর্নীতি, অনাস্থার নেপথ্যে কেউ থাকলে সরাসরি বা গোপনে বলুন। শুক্রবার (০৪ জুন) বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, এই ওপেন হাউজ ডেতে আমরা তিন ধরনের আবেদন গুরুত্ব সহকারে শুনে থাকি; ভুক্তভোগীর কথা শুনি, সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি এমনকি আমাদের কোনো পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপনাদের কাছ থেকে শুনে থাকি এবং সেই অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি। তাই নিজ ও প্রতিবেশীকে ভালো রাখতে অপরাধ দানাবাঁধার আগেই এখানে এসে বেশি বেশি তথ্য দিয়ে সহায়তা করুন। পুলিশ কমিশনার বলেন, আমরা থানাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় ভাগ করে বিট পুলিশিং এর মাধ্যমে কাছের মানুষ হয়ে দ্বারে দ্বারে ঘুরে সাধারণ মানুষের কথা শুনে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছি। অপরাধ-বিরোধ সংঘটিত হওয়ার আগেই বেশি বেশি তথ্য আদান-প্রদানের মাধ্যমে বিট এলাকায় কমিউনিটি পুলিশিং তথা সুশীল সমাজের নেতাদের সহায়তায় সামাজিক সমস্যাগুলো অনেকটাই সামাজিক প্রক্রিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সমাধান হয়ে যাচ্ছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন তালুকদারের সঞ্চালনায় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন পিপিএম-সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর দফতর) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. এনামুল হক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (বন্দর থানা) মো. ইব্রাহিম।
Leave a Reply