নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের ইন্দুরকানীতে বৈদ্যুতিক সর্টসার্কিটে অগ্নিকান্ডে ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ইন্দুরকানী সদর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে ফয়সাল কসমেটিক ও রাকিব মুদি দোকানের গোডাউন ঘর সহ ২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফয়সাল কসমেটিক এর পাশে থাকা ফরিদ হোসেনের কাপড়ের দোকানের ব্যাপক ক্ষতি হয় । মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক ইন্দুরকানী ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয়ও লোকজনের সহায়তায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রানে আনেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম ও ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির ঘটনা স্থলে পরিদর্শন করেন । ইন্দুরকানী ফায়ার সার্ভিস ইনচার্জ নুরুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে আসি ও সকলের সহযোগীতায় আগুন নিভাতে সক্ষম হই । তবে বাজারে ফুটপাতে তাবু টানিয়ে দোকান নিয়ে বসাই আমাদের গাড়ী নিয়ে ঢুকতে সমস্যা হয়েছে ।
Leave a Reply