লস্কর আলমগীর হোসাইন, উজিরপুর ॥ উজিরপুরে গুঠিয়ায় গন কবরে’র খবর কেউ রাখেনা। ৭১’র স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনী, সারা বাংলায়, জ্বালাও পোরাও, নরী নির্যাতন, শিশু হত্যা চালাচ্ছিল, তারই অংশ হিসেবে বরিশালের উজিরপুরে গুঠিয়ায় ৫, জৈষ্ঠ পাক-হানাদার বাহিনী ভুল তথ্যের ভিত্তিতে, গুঠিয়ার কোল ঘেষে বয়ে যাওয়া ততকালীন কালিজিরা নদী (যা এখন মরা খাল)এর তীরে সকাল ৭,টায় পাকবাহিনী গানবোড লাগিয়ে, গুঠিয়ায় প্রবেশ করে পাঁচ শতাধীক নারী, পুরুষ ও শিশু হত্যা করেছিল। গুঠিয়া বন্দরের অদূরে পশ্চিম ঢালে বটতলা দাইমুল্লা জামেমসজিদের দক্ষিণ পাশে হালিম হাওলাদারের বাড়ীতে পাক বাহিনী প্রবেশ করে হালিমের মা, মরিয়ম বেগম, ছোটবোন নাসিমা বেগম(৭) ছোটভাই সেলিম (৫) দাদী জরিমুনেছা এ ভাবে ওই বাড়ীর ৯ জন মানুষকে হত্যা করে, সংবাদ সংগ্রহ করতে গেলে হালি দৌড়ে এসে কান্না জরিত কন্ঠে সংবাদ কর্মিকে জানান ওই যে বাঁশঝাড় দেখছেন এরই নিচে কবর চাপায় গন কবরে চির নিদ্রায় শায়ীত রয়েছে আমার মা, ভাই, বোন সহ আরো অনেকে, হালিম আক্ষেপ করে জানান স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও আজও এগন কবরের কোনো স্বীকৃতি তারা পায়নি, বাংলাদেশ সরকারে’ কাছে তাদের আবদার অন্তত এ গন কবরের স্নীকৃতি স্বরুপ একটি নামের ফলক যেন তারা পায়।
Leave a Reply