দখিনের খবর ডেস্ক ॥
শহীদ আব্দুর রব সেরনিয়াবত বরিশাল প্রেসক্লাবে উন্নয়নের স্বপ্নসারথী কাজী নাসির উদ্দিন বাবুল ২০২২ সালসহ মোট ১২ বার সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিবারের মতো এবারও সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। নির্বাচিত হয়ে কাজী বাবুল বলেন, আমি কোন দলাদলি বুঝিনা সকলকে নিয়ে প্রেসক্লাবের উন্নয়নে একসাথে কাজ করে যাবো। নব নির্বাচিত সভাপতি ও বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশালের সভাপতি এবং কেন্দ্রিয় কমিটির সদস্য কাজি নাসির উদ্দিন বাবুল ১৯৯৪ সালে প্রথম বরিশাল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এরপর তিনি বরিশাল প্রেসক্লাবে বর্তমান পরিষদসহ ১২ বার সভাপতি নির্বাচিত হয়েছেন। সাংবাদিকদের নেতৃত্বে অনবদ্য এ সভাপতি নির্বাচিত হয়েই প্রেসক্লাবের উন্নয়নমুলক পরিকল্পনা ব্যক্ত করে বলেন, সাংবাদিকদের জন্য স্থায়ী আবাসন ভুমি ও সাংবাদিক পল্লী নির্মাণ, প্রেসক্লাবে কেন্টিন নির্মান, সাংবাদিকদের জন্য সাশ্রয়ীমুল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সাংবাদিকদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে অগ্রাধিকার ব্যবস্থাকরণ, প্রকৃত সাংবাদিকদের মানউন্নয়নে প্রশিক্ষণসহ বিভিন্নভাবে অগ্রাধিকার প্রদাণ করা।
এদিকে, বরিশাল প্রেসক্লাব সভাপতি বিভিন্ন সময়ে উন্নয়নের ব্যপারে বলেন, প্রেসক্লাবের তিন তলা ভবন ও সীমান প্রাচীর নির্মান, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন, প্রেসক্লাব ভবনের নাম আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব করা, প্রেস ক্লাব ভবনের আভ্যন্তরীন অবকাঠামো উন্নয়নসহ নানাবিধ কর্মযজ্ঞ করেছেন। এছাড়াও তিনি সংবাদপত্র ও সাংবাদিকতা এবং মহানবীর জীবনী নিয়ে বইও রচনা করেছেন। ২০২২ সালে বরিশাল প্রেসক্লাবের নির্বাচিত পরিষদে রয়েছেন ৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এসএম জাকির হোসেন, সহ-সভাপতি কাজী আল মামুন ও সহ-সভাপতি পুলক চ্যাটার্জী। সহ-সাধারন সম্পাদক এম জহির। কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর। পাঠাগার সম্পাদক খান রুবেল। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কেএম নয়ন, ক্রীড়া সম্পাদক আরেফিন তুষার। দপ্তর সম্পাদক এম লোকমান হোসাইন। অপরদিকে কার্যনীর্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এম মোফাজ্জেল, সুমন চৌধুরী, এসএম ইকবাল, মিজানুর রহমান, তপংকর চক্রবর্তী, কমল সেন গুপ্ত, রাজ্জাক ভুঁইয়া। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরণসহ অন্যান্যরা পুরো নির্বাচন পরিচালনা করেন। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছরের জন্য শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন।
Leave a Reply