গৌরনদী প্রতিনিধি :
শনিবার দুপুরে সদস্যদের গোপন ব্যালটের সরাসরি ভোটে অনুষ্ঠিত নির্বাচনের মধ্যদিয়ে উত্তর বরিশালের সর্ববৃহৎ বানিজ্য বন্দর গৌরনদী উপজেলার টরকী বন্দর ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি নির্বাচিত করা হয়েছে।
সদস্যদের সরাসরি ভোটে অনুষ্ঠিত ওই নির্বাচনে বিএনপি নেতা শরীফ শাহাবুব হাসান আহবায়ক ও বিএনপি নেতা মোঃ বদিউজ্জামান (চঞ্চল মাঝি) সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে ও উপজেলা চেয়ারম্যানের কক্ষের দুটি ব্যুথে শনিবার দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা দেড় ঘন্টা ভোট গ্রহন চলে। এ সময়ের মধ্যে ৫৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে বিএনপি সমর্থিতদের মোট দুটি প্যানেল প্রতিদ্ব›িদ্বতা করে। যার একটিতে ছিলেন বন্দরের ব্যবসায়ী ও গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শরীফ শাহাবুব হাসান ও গৌরনদী উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি বিএনপি নেতা এবং ব্যবসায়ী মোঃ বদিউজ্জামান চঞ্চল।
অপর প্যানেলটিতে ছিলেন বন্দরের ব্যবসায়ী ও গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ¦ শাহজাহান শরীফ ও সাবেক ছাত্রদল নেতা সরদার আবুল ফয়েজ।
এর মধ্যে শরীফ শাহাবুব হাসান এর নেতৃত্বাধীন প্যানেল ৪১৩ ভোট পেয়ে বিজয়ী হয়। আর ১৪৪ ভোট পেয়ে পরাজিত হয় আলহাজ¦ শাহজাহান শরীফ এর নেতৃত্বাধীন প্যানেলটি।
উল্লেখ্য, সমিতির আহবায়ক কমিটির ওই দুটি পদে সরাসরি নির্বাচন হয়েছে। বাকি পদগুলো নবনির্বাচিতরা আলোচনার ভিত্তিতে মনোনয়ন দিয়ে পূরন করে নিবেন। অত্যান্ত সৌহার্দ্যপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খানের নির্দেশনায় নির্বাচন অনুষ্ঠানটি পরিচালনা করেন গৌরনদী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান ফরিদ।
Leave a Reply