বানারীপাড়া প্রতিবেদক ॥ কেন্দ্রীয় বিএনপির সদস্য, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সহ-সভাপতি, বানারীপাড়া-উজিরপুর বিএনপির একমাত্র কান্ডারী বানারীপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এস সরফুদ্দিন আহামেদ সান্টুর আর্থিক সহযোগিতা ও দিকনির্দেশনায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বানারীপাড়া পৌর ও উপজেলা বিএনপি। কর্মসূচীর অংশ হিসেবে ৩০ মে শনিবার সকাল ৯ টায় দিবসটি উপলক্ষে বন্দর বাজারে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে নেতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন ও কালো ব্যাচ ধারন এবং পবিত্র কোরআন খতমসহ আসর নামাজ এর পরে সংক্ষিপ্ত পরিসরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ মৃধা, পৌর বিএনপির সভাপতি আহসান কবির নান্না হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার মল্লিক, সাধারন সম্পাদক আঃ সালাম, উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান জুয়েল, পৌর যুবদলের আহবায়ক কাইউম উদ্দিন ডালিম, ছাত্রদল নেতা মোঃ রুবেল, মোঃ রফিক প্রমূখ।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মসূচী চলমান রয়েছে বলে জানা গেছে দলীয় সুত্রে। আর এর অর্থায়ন ও মূল দিকনির্দেশনায় রয়েছেন বর্তমানে বিদেশে অবস্থানরত দখিনা জনপদের সর্বজনপ্রিয় বিএনপি নেতা ও বিশিষ্ট দানবীর খ্যাত এস, সরফুদ্দিন আহম্মেদ সান্টু। দলীয় একাধীক সুত্র নিশ্চিত করে জানান, দখিনা জনপদের শীর্ষ পর্যায়ের বিএনপির নেতাদের মধ্যে করোনা ভাইরাস দুর্যোগ চলমান অবস্থায় ইতোমধ্যে বিএনপির দলীয় নেতাকর্মীর মাধ্যমে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলাসহ বানারীপাড়া ও উজিরপুর উপজেলার অসচ্ছল, কর্মহীন, হতদরিদ্র ও দলীয় অসহায় নেতাকর্মীদের মাঝে নগদ অর্থসহ বিশ লক্ষাধীক টাকার খাদ্যসামগ্রী বতিরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুত্রটি আরও জানায়, তাঁর (সান্টুর) এ কর্মসূচী চলমান রয়েছে।
Leave a Reply