হিজলা প্রতিবেদক ॥ বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর বাজার সংলগ্ন সড়কে ইট বহনকারী ট্রলিচাপায় মারুফা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় তার স্বামী মো. ছমির (৬০) গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে এই দূর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় হতাহতদের বাড়ি উপজেলার হরিনাথপুরের পশ্চিমকান্দি এলাকায়। হিজলা থানা অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মো. ছমির তার স্ত্রী মারুফা বেগমকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন।
হরিনাথপুর বাজার সংলগ্ন সড়কে গেলে বেপরোয়া গতির একটি ইট বহনকারী ট্রলি তাদেরকে চাপা দেয়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারুফা বেগমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মো. ছমিরের অবস্থা আশঙ্কাজনক। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রলি ফেলে চালক পালিয়ে যায়। পলাতক ট্রলি চালককে আটকে অভিযান চলছে। পাশাপাশি নিহত মারুফা বেগমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply