দখিনের খবর ডেস্ক ॥ আইনমন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত বলে সামাজিক মাধ্যমসহ কিছু কিছু গণমাধ্যমে প্রচারিত সংবাদ ‘সত্য নয়’, তিনি সুস্থ অবস্থায় বাসায় রয়েছেন। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইনমন্ত্রী আনিসুল হক করোনা ভাইরাসে আক্রান্ত নন। তিনি বাসায় আছেন এবং সুস্থ আছেন। কিছু কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর রটেছে আইনমন্ত্রী নাকি করোনায় আক্রান্ত। যা মোটেও সত্য নয়।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রকৃত সত্য হলো, গতকাল (বুধবার) একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে প্রধান বিচারপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়। জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত নন, তিনি পুরনো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেখানে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন এবং সুস্থ আছেন।’ পরে আইনমন্ত্রীর এমন বক্তব্য ওই চ্যানেলটিতে বিকৃতভাবে উপস্থান করায় বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ইউএনবি
Leave a Reply