রাজশাহী ব্যুরো ॥ রাজশাহী জেলায় গত ২৪ ঘন্টায় (শুক্রবার) আরো ৩জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে রাজশাহী জেলায় আক্রান্তের সংখ্যা ৭৫জন। আক্রান্তদের ৭০জনকেই বাড়িতে রেখে চিকিৎসা চলছে। রাজশাহীর সিভিল সার্জন এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জনের দেয়া তথ্যে দেখা যায়, রাজশাহী সিটি কর্পোরেশনসহ ৯টি উপজেলায় আক্রান্ত ৭৫ জনের মধ্যে মারা গেছেন ৩জন। আর সুস্থ হয়েছে ১৩জন।
জেলার মধ্যে মহানগরীতে সর্বোচ্চ শানাক্ত ১৯ জন। এদের মধ্যে ২জন মারা গেছেন। যাদের মধ্যে একজন পুলিশের সদস্য ও অপর জন ফরেস্ট অফিসার। আর মিশন হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২জন। এর পর দ্বিতীয় অবস্থানে আছে তানোর। সেখানে আক্রান্ত ১৩ জন। বাঘায় শনাক্ত ৬ জনের মধ্যে ৮০ উর্ধ্ব এক বৃদ্ধ মারা গেছেন রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। চারঘাটে শনাক্ত ৬, পুঠিয়ায় ৯ দুর্গাপুরে ৩, বাগমারায় ৬, মোহনপুরে ৭, পবায় ৫ ও গোদাগাড়ীতে ১ জন শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, রাজশাহী জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ১২ এপ্রিল পুঠিয়া উপজেলায়। এর পর থেকে পর্যায় ক্রমে বাড়তে শুরু করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।
Leave a Reply