রাজশাহী ব্যুরো ॥ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বর্হিবিভাগে করোনা ল্যাবে একজনের নমুনায় করোনা ধরা পড়েছে। আক্রান্তের ওই ব্যাক্তির নাম মনসুর রহমান (৪৫)। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গাড়ির ড্রইভার পদে চাকরি করেন। শনিবার তার নমুনায় করোনা ধরা পড়ে। রামেক হাসপাতালের উপপরিচালক ডা: সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার এ ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৬৩ জনের নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে চারঘাটের মনসুর রহমান নামের একজনের নমুনায় করোনা পজেটিভ।
করোনা আক্রান্ত মনসুর রহমান জানান, তিনি পেশায় ড্রইভার। রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে বেসরকারী একটি প্রতিষ্ঠানের হয়ে গাড়ি চালান। গত ২৮ মে পারমাণবিক কেন্দ্রের গেট দিয়ে অন্যান্য দিনের মতো প্রবেশ করতে গেলে নিয়ম মাফিক তার শরীরের তাপমাত্রা মাপা হয়। এসময় তার শরীরে তাপমাত্রা বেশি পাওয়া যায়। এরপর কর্তৃপক্ষ তার আইডিকার্ড নিয়ে নেয় ও তার নমুনা পরীক্ষার পরামর্শ দেয়। গত ৪ জুন তার সংগ্রহ করা হয় বলে জানান তিনি।
Leave a Reply