নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ৩০নং ওয়ার্ডে আবাসিক এলাকায় মুরগীর ফার্ম। দূর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী ও মসজিদের মুসুল্লীরা। ৩০নং ওয়ার্ডের পূর্ব চহঠা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন হাওলাদার বাড়ীতে ৩টি মুরগীর ফার্ম হওয়ায় দূর্গন্ধে নামাজ পড়তে পারছেনা মসজিদের মুসুল্লিরা। বাড়ীর মধ্যে মুরগীর ফার্ম হওয়ায় বসবাসরতরা স্বাস্থ্য ঝুকিতে রয়েছে।
সূত্রে জানা যায়, মৃত শামসের আলী হাওলাদারের পুত্র মো: জামাল হোসেন ও মো: নোয়াব আলী হাওলাদারের পুত্র মো: কামাল হোসেন’র ৩টি মুরগীর ফার্ম রয়েছে। বাণিজ্যিক ভিত্তিতে ফার্মগুলো পরিচালিত হলেও নেই কোন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। স্থাণীয়রা বারবার ফার্ম মালিকদের সাথে পরিবেশ সম্মত জায়গায় ফার্ম স্থাপনের পরামর্শ দিলেও তারা আদৌ তা মানছেনা। এব্যাপারে পরিবেশ অধিদপ্তর’র বরিশাল বিভাগীয় পরিচালক আ: হালিম বলেন,‘ আবাসিক এলাকায় এবং জনগণের সমস্যা হয় এমন জায়গা মুরগীর ফার্ম হতে পারবেনা। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Leave a Reply