নিজস্ব প্রতিবেদক ॥ ৬ দফা দাবীতে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে করোনার মধ্যেও বরিশালে ২ ঘন্টার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ মেডিকেল টেকনোলিজস্ট এসোসিয়েশন। বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ১১টা থেকে সংগঠনের বরিশাল জেলা শাখার উদ্যোগে কর্মবিরতি শুরু হয়। চলে দুপুর ১টা পর্যন্ত। এ সময় তারা শের-ই বাংরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটে জমায়েত হয়ে ৬ দফা দাবীতে সংক্ষিপ্ত সমাবেশ করে। সংগঠনের বরিশাল জেলা শাখা সভাপতি মো. গোলাম মোস্তফা বলেন, দাবী না মানা হলে কঠোর কর্মসূচী কেন্দ্র থেকে গ্রহন করা হলে তাও পালন করবেন তারা। টেকনোলজিস্টদের ৬ দফা দাবীর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান ও নতুন পদ সৃস্টিকরন, মেডিকেল টেকনোলজিস্টদের বেতন ১০ম গ্রেড্রে উন্নীতকরন, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালুকরন ও অস্থায়ী ভিত্তিতে মেডিকেল টেকনোলিজিস্ট পদে নিয়োগ বন্ধ করা। যদিও টেকনোলজিস্টদের কর্মবিরতির বিষয়ে কিছুই জানেন না এবং কেউ তাকে অবহিতও করেনি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।
Leave a Reply