নিজস্ব প্রতিবেদক ॥ শেখ রাসেল ফাউন্ডেশন, ইউএসএ ইন্ক এর সৌজন্যে বরিশালের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মাঝে এন নাইনটি ফাইভ ও কে এন নাইনটি ফাইভ মাস্ক বিতরন করা হয়। মুক্ত চিন্তার সামাজিক সংগঠন ৭১’র চেতনার উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত দু’দিন ধরে মুক্তিযোদ্ধা, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, সরকারী অন্ধ বিদ্যালয়ের শিক্ষার্থী, সেইভ হোমে আশ্রিত বৃদ্ধা ও মেয়েদের, শিশু পরিবার বালিকা, দক্ষিন এর শিশুদের এবং নি¤œ আয়ের সাধারণ মানুয়ের মধ্যে ৮’শ মাস্ক বিতরন করা হয়। মাস্ক বিতরনকালে উপস্থিত ছিলেন ৭১’র চেতনা’র কেন্দ্রীয় সভাপতি ও সামাজিক ব্যক্তিত্ব বাহাউদ্দিন গোলাপ, কেন্দ্রীয় সিনিয়র সদস্য ও সাংবাদিক বাপ্পী মজুমদার, অনলাইন নিউজ পোর্টাল বিডিবুলেটিন এর বার্তা সম্পাদক মাসুদ রানা ও ফটো সাংবাদিক অলিউল ইসলাম। এব্যাপারে শেখ রাসেল ফাউন্ডেশন, ইউএসএ ইন্ক এর সাধারণ সম্পাদক ও বরিশালের কীর্তি সন্তান, “কীর্তনখোলা নদীরে আমার” গানের ¯্রষ্টা আল আমিন বাবু বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া এবং দুঃসময়ে শিশুসহ অসহায় মানুষের পাশে দাড়ানোই শেখ রাসেল ফাউন্ডেশনের কাজ।সেই লক্ষ্য থেকে প্রথম ধাপে মাস্ক বিতরন করা হচ্ছে। এই কর্মসূচী শুধু বরিশাল বা বাংলাদেশে নয়, বিশ্বের যেখানে যেখানে শেখ রাসেল ফাউন্ডেশন আছে সেখানেই চলছে। পরবর্তীতে আরো কর্মসূচী গ্রহন করা হবে।
Leave a Reply