ঢাকাই চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সম্মিলিত সিদ্ধান্তে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করা হয়েছে। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে চলচ্চিত্র পাড়ায় আলোচনা যখন চরমে, তখনই জায়েদ খানকে বয়কট করার সিদ্ধান্তে একাত্মতা প্রকাশ করেছেন চিত্রনায়িকা মৌসুমী।
এই চিত্রনায়িকা বলেন, ‘চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর সিদ্ধান্তে আমি একাগ্রতা প্রকাশ করছি। চলচ্চিত্রের স্বার্থে আমাদের এই সিদ্ধান্ত মেনে নিতে হবে। চলচ্চিত্র একটি সামষ্টিক শিল্প মাধ্যম। এখানে একক কর্তৃত্ব বা একক স্বেচ্ছাচারিতার কোনো জায়গা নেই।’
মৌসুমী আরও বলেন, ‘শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পীর সঙ্গে নানা বিষয়ে স্বেচ্ছাচারিতা দেখিয়েছেন। অনেকেই তা মুখ বুঝে সহ্য করেছেন। আবার অনেকেই প্রতিবাদী হয়েছেন। তার বিভিন্ন অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই, আমি শিল্পী সমিতির বিগত নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু নির্বাচনে আমার সঙ্গে যা হয়েছে, সেটা প্রতিটা চলচ্চিত্র কর্মীই জানেন। যাই হোক, আমি চাই এই সংগঠনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে যেসব অনিয়ম হচ্ছে তাও বন্ধ হোক। তাদের মাধ্যমে আবার চলচ্চিত্রের সোনালী সুদিন ফিরে আসুক।’
এর আগে গতকাল চলচ্চিত্রের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রযোজক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাস তিন আগে অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরকেও অবাঞ্ছিত ঘোষণা করেছিল সংগঠনগুলো। তা এখনও বহাল থাকছে। গতকাল দুপুরে এফডিসির জহির রায়হান কালার ল্যাব হলরুমে ‘চলচ্চিত্র শিল্প রক্ষার লক্ষ্যে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান চলচ্চিত্র সংশ্লিষ্টরা ১৮ সংগঠনের নেতারা।
Leave a Reply