বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি-এম. জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে বিড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দুষ্টামিটাও ছিল যেমন স্পর্শকাতর, খেসারাতটাও দিতে হল তেমনি ভয়ঙ্কর বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ৫ সদস্যের বরিশাল মহানগরে আহ্বায়ক কমিটি গঠন গৌরনদীতে ইউএনওর নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে খালের কুচুরিপানা ও ময়লা পরিস্কার করল বৈষম্য বিরোধী ছাত্ররা বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে গৌরনদীতে জাতীয় সমবায় দিবস পালিত আমাদের নেতা তারেক রহমান একটি সাম্যের বাংলাদেশ গড়তে চান-জহির উদ্দিন স্বপন মেয়র হারিছ গ্রেপ্তারের খবরে গৌরনদীতে সাধারন মানুষের উল্লাস ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষাভ মিছিল গৌরনদীতে এইচপিভি টিকা দান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন কাশিপুরের ড্রেজার ব্যবসায়ী সুমনের অপকর্মে কেউ খুন হলে দায় নেবে না বিএনপি
আগৈলঝাড়ায় করোনা আক্রান্ত লাশ দাফনে ‘আল মদিনা যুব ফাউন্ডেশন একমাত্র ভরসা ’

আগৈলঝাড়ায় করোনা আক্রান্ত লাশ দাফনে ‘আল মদিনা যুব ফাউন্ডেশন একমাত্র ভরসা ’

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ “করোনা মৃত্যু ভয়, করিব জয়”। এই শ্লোগানকে সামনে রেখে বৈশ্বিক মহামারি করোনা আক্রান্তর মৃত্যু ভয়ে যখন আপন জনের লাশ ফেলে দূরে সরে যায়, ঠিক তখন মৃত্যু ভয়কে দূরে ঠেলে দিয়ে করোনায় মৃত্যুবরণকারী লাশের জানাজা ও দাফনে প্রথম সারিতে থেকে কাজ করে চলেছে বরিশালের আগৈলঝাড়ার স্বেচ্ছাসেবি সংগঠন ‘আল মদিনা যুব ফাউন্ডেশন’। উপজেলায় করোনা মৃত্যু ব্যাক্তিদের দাফনে তারাই এখন একমাত্র ভরসা। স্বেচ্ছাসেবী সংগঠনের প্রসংশিত এই সামাজিক মহৎ কাজের জন্য কৃতজ্ঞচিত্তে তাদের স্মরণ করছে মৃতর পরিবারসহ আগৈলঝাড়ার সর্বস্থরের জনগন।
উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের স্থানীয় যুবকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত আল মদিনা যুব ফাউন্ডেশনের সভাপতি মো. নাসির উদ্দিন শাহ জানান, ২০১৯ সালের ১জানুয়ারি নিপিড়ীত মানুষের পাশে দাড়িয়ে সেবা প্রদানের অঙ্গিকার নিয়ে তাদের সংগঠন আত্মপ্রকাশ করে। যার সদস্য সংখ্যা ১৩৫জন। বর্তমানে বিশ্বব্যাপি মহামারি করোনা ভাইরাসের ছোঁয়াছে রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া লাশের দাফনেও অনেক ক্ষেত্রে তার পরিবার স্বজনেরা এগিয়ে আসে না। এমন দৃশ্য দেখে তাকে ব্যাথিত করায় করোনা আক্রান্ত ব্যক্তির লাশ দাফনের চিন্তা মাথায় আসে তাদের। “করোনা মৃত্যু ভয়, করিব জয়” এই শ্লোগানকে সামনে রেখে মৃত্যু ভয়কে উপেক্ষা করে নিজ বংশের যুবকসহ গ্রামের যুবকেরা একত্রিত হয়ে গঠন করেন লাশ দাফনের জন্য একটি সমন্বিত বাহিনী। এই বাহিনীর সদস্যরা হলেন মো. শামীম শাহ, মো. বশির শাহ, মো. কালাম শাহ, মো. আমিন শাহ ও মো. কাইয়ুম শাহ প্রমুখ।
সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ি করোনা আক্রান্ত হয়ে কোন ব্যক্তি মারা গেলে স্বাস্থ্যবিধি মেনে তাদের জানাজা ও দাফনের সকল আনুষ্ঠানিকতার কাজ শুরু করেন তারা। দাফনের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও প্রথমে দু’তিনটি লাশ দাফনের পরে ইসলামী ফাউন্ডেশনের সহযোগীতায় একটি বেসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সংগঠনের ২০জন সদস্য এক দিনের প্রশিক্ষন গ্রহন করেন। এর পর থেকেই মৃত্যু ভয়কে উপেক্ষা করে লাশ দাফন করে চলেছে সংগঠনের সদস্যরা।
সংগঠন সূত্রে জানা গেছে, ১৪জুলাই উপজেলার পয়সা গ্রামের বাসিন্দা ও পয়সারহাটের ব্যবসায়ি হাসান মিয়া (৫২) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে ওই দিনই তার দাফন সম্পন্ন করে তারা। এছাড়াও ৯জুলাই বারপাইকা গ্রামের মমতাজ বেগম (৫৫), ৬জুলাই আমবৌলা গ্রামের গোলাম সরোয়ার (৬০), ৭জুন ছয়গ্রামের মনিরুল ইসলাম (৪৬), ৮জুন মোল্লাপাড়া গ্রামের নুর আলম (৭০), ৬জুন বাগধা গ্রামের শাহজাহান ভাট্টি (৬৫), ১৬মে বেলুহার গ্রামের রোমান কাজী (৩২) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মৃত ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে মৃত্যু বরন করলে তাদের স্বজনরা লাশ নিয়ে নিজ বাড়িতে আসেন। স্বজনদের সম্মতিতে স্ব-স্ব বাড়ির গোরস্থানেই তাদের প্রিয়জনের লাশগুলো দাফন করেন সংগঠনের সদস্যরা। এলাকায় করোনা আক্রান্ত হয়ে কোন মুসলিম ব্যক্তির মৃত্যু হলে লাশ দাফনে এখন ডাক পড় তাদের। প্রশাসনের লোকজনও লাশ দাফনে শরনাপন্ন হচ্ছেন তাদের।
মো. নাসির উদ্দিন শাহ জানান, সদস্যদের চাঁদায় প্রথমে তারা লাশ দাফনের জন্য স্বাস্থ্য সুরক্ষার পোষাক কিনলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কারণ, একটি লাশ দাফনের পরে তাদের ব্যবহৃত স্বাস্থ্য সুরক্ষার পোষাক পুড়ে ফেলতে হয়। তবে এপর্যন্ত তাদের ৮পিচ ও ৫পিচ পিপিই পোষাক সরবরাহ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন ও বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি।
লাশ দাফন ছাড়াও বারপাইকা আল মদিনা যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ ৬৫পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করছে। করোনায় জনসচেতনতায় প্রচারণার পাশাপাশি বিনা মূল্যে স্বেচ্ছায় রক্ত দান, স্কুল-কলেজ-মাদ্রাসায় বৃক্ষ রোপনসহ বিভিন্ন সামাজিক কাজে অংশ গ্রহন করে আসছে আল মদিনা যুব ফাউন্ডেশন।
বারপাইকা আল মদিনা যুব ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে বাগধা ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতা, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী শাহজাহান ভাট্টির চাচাতো ভাই আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী স্বজনেরা লাশ দাফন তো দূরের কথা লাশ দেখতেও যায় না। এই সংগঠনের লোকজন না থাকলে আক্রান্ত ব্যক্তির লাশ দাফনে চরম অসুবিধায় পরতে হতো। তখন স্বাস্থ্য অধিদপ্তরের লোকজন এনে লাশ দাফন করতে হতো। তারা সমাজের জন্য নিঃসন্দেহে মহৎ কাজ করে চলেছে। সংগঠনের সাফল্য কামনা করে তাদের পাশে থেকে সকল প্রকার সাহায্য-সহযোগীতা করার আশ্বাসও প্রদান করেন তিনি। থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন সংগঠন সম্পর্কে বলেন, তারা সমাজের জন্য ভাল, প্রসংশনীয় কাজ করছে। সামাজিক কাজের জন্য তাদের স্বাগত জানিয়ে সংগঠনের ভবিষ্যত সফলতাও কামনা করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com