মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:৩২ পূর্বাহ্ন

উপ-সম্পাদক :: দিদার সরদার
প্রধান সম্পাদক :: সমীর কুমার চাকলাদার
প্রকাশক ও সম্পাদক :: কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদক :: মাসুদ রানা
সহ-সম্পাদক :: এস.এম জুলফিকার
প্রধান নির্বাহী সম্পাদক :: মামুন তালুকদার
নির্বাহী সম্পাদক :: সাইফুল ইসলাম
ব্যবস্থাপনা সম্পাদক :: আবুল কালাম আজাদ
সংবাদ শিরোনাম :
ভান্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপির যৌথসভা অনুষ্ঠিত পিরোজপুরে আওয়ামী লীগের মিথ্যা মামলায় জেলা বিএনপির সম্পাদকসহ নেতাকর্মীদের জামিন লাভ অবৈধ সরকারের সিন্ডিকেটের কব্জায় নিয়ন্ত্রিত হচ্ছে দ্রব্যমুল্য- বরিশালে রহমতউল্লাহ্ শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেনা বিএনপি -বরিশালে নেতৃবৃন্দ পিরোজপুরে ছাত্রলীগের হামলায় বিএনপির ৪০ নেতাকর্মী আহত নিশিরাতে কিভাবে ভোট হয় শেখ হাসিনা দেশবাসীকে তা দেখিয়েছে: সরোয়ার নবনির্বাচিত উজিরপুর-বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে সান্টুর অভিনন্দন, তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি করার নির্দেশ নওগাঁ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সন্ধ্যা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এম.পি ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন
খাদ্য ও পানি সংকটে ভোলার চরাঞ্চলে মরছে মহিষ

খাদ্য ও পানি সংকটে ভোলার চরাঞ্চলে মরছে মহিষ

ভোলা প্রতিনিধি : খাদ্য ও পানি সংকটে ভোলার চরাঞ্চলগুলোতে মারা যাচ্ছে শত শত মহিষ। প্রতিদিন এভাবে মহিষের মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েছেন মালিকরা।

ভোলা জেলা প্রাণিসম্পদ অফিসের হিসাব অনুযায়ী, ছোট বড় মিলিয়ে পঁচিশটি চরে প্রায় চৌদ্দ হাজারের অধিক মহিষ রয়েছে এবং বাংলাদেশের আট ভাগের দুই ভাগ মহিষ রয়েছে ভোলায়। মহিষের মৃত্যুর জন্য মালিকরা দুটি সমস্যাকে দায়ী করেছেন। প্রথমত, তীব্র খাবার সংকট, দ্বিতীয়ত বিশুদ্ধ পানি সমস্যা।

সরেজমিনে জানা যায়, অগ্রহায়ন মাস থেকে চৈত্র মাস পর্যন্ত এসব চরে জোয়ারভাটার পানি ওঠে না। তাই নতুন ঘাসও জন্মায় না। যা জন্মায় তা মহিষের পায়ে পায়ে পিষ্ট  হয়ে নষ্ট হয়। এখন চরাঞ্চলগুলোতে ঘাসের মূল ছাড়া কিছুই নেই। তাই মহিষের দল কিছু খাওয়ার চেষ্টা করলে মুখের ভেতর মাটি চলে আসে। খাবারের স্বল্পতার সঙ্গে যখন মাটি খেয়ে ফেলা হয় তখন তা পেটে ডায়রিয়া সৃষ্টি করে। সাথে নতুন মাত্রা যোগ করে নদীর বর্তমানের লবণাক্ত পানি।  এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শাবক মহিষ। কারণ তারা প্রথমত মায়ের দুধের স্বল্পতার সঙ্গে কাঁচা ঘাস ও বিশুদ্ধ পানির সংকটে পড়ে সবার আগে আক্রান্ত হয় ডায়রিয়ায়।

ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার বলেন, ‘সরেজমিনে মৃত মহিষের শরীরের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছি। ব্যাকটেরিয়াজনিত কোনো সমস্যা পাওয়া যায়নি। কোস্ট ট্রাস্ট, ব্রাক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ও হিড বাংলাদেশ আমাদেরকে সহযোগিতা করেছে। সবার মতেই এখন কিছু সমস্যা আমরা শনাক্ত করেছি। অগ্রহায়ন থেকে চৈত্র মাস পর্যন্ত বিশুদ্ধ পানি  সরবরাহের জন্য পুকুর খনন করতে হবে। ঘাসের জন্য প্রাণি পুষ্টি উন্নয়ন ও প্রযুক্তির আওতায় লালমোহন ও চরফ্যাশনে একটি উন্নত প্রজাতির ঘাস উৎপাদনের জন্য প্রজেক্ট চালু রয়েছে। তবে মহিষ মালিকরা আমাদেরকে জমি প্রদান করে তাহলে ঘাস উৎপাদনের জন্য একটি  প্রজেক্ট চালু করতে পারি।

ভোলা মাঝের চরের মহিষ বাতান মালিক সমিতির সভাপতি জামাল উদ্দিন হাওলাদার বলেন, ‘আমদের সারা বছর কোনো না কোনো সমস্যায় লেগেই রয়েছে।সরকারি  বেসরকারিভাবে নামমাত্র সেবা প্রদান করা হয়ে থাকে। চরগুলো ভোলা থেকে বিচ্ছিন্ন হওয়ায় চিকিৎসক পেতে অনেক সমস্যা হয়। আশপাশে পুকুর না থাকায় শীতে লোনা পানি খাওয়াতে হয়। বর্ষায় টিলা না থাকায় পানিতে ভেসে যায় অনেক মহিষ। সরকারিভাবে যদি এ চার মাসের জন্য কাঁচা ঘাসের ব্যবস্থা করা হয় তাহলে আমরা উপকৃত হতাম।

বাংলাদেশের পঁচাশি হাজার মহিষের মধ্যে ভোলায় রয়েছে চৌদ্দ হাজার। ভোলার জনপ্রিয় মিষ্টি ও দধির একমাত্র উপকরণ দুধের শতভাগ যোগান হয়ে থাকে এ চর থেকে। ভোলার শত বছরের ‌ঐতিহ্য আজ হারাবার পথে। বর্ষায় ইলিশ ও শীতে মহিষ যখন ভোলার জলদস্যুদের টার্গেট, ঠিক তখনই বিভিন্ন সমস্যায় কয়েক মাসে শত শত মহিষ মারা যাওয়ায় আতঙ্কে আছে মহিষ বাতান মলিকরা। প্রাণিসম্পদসহ জনপ্রশাসনের সমন্বিত প্রয়াস ছাড়া কোনো দিনই এ সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানান স্থানীয় মালিকরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com