মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পলাশ সাহা নামে একজন ভুয়া চক্ষু চিকিৎসকে গ্রেপ্তার হয়। পরে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। জানা গেছে, ভুয়া চিকিৎসক পলাশ সাহা উপজেলার নিউ মার্কেটে চেম্বার খুলে সাইনবোর্ডে পিরোজপুর জেনারেল ও চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে সপ্তাহের প্রতি মঙ্গলবার চিকিৎসা দিয়ে আসছিলেন। সাইনবোর্ডে সিরিয়ালের জন্য যোগাযোগের জন্য (০১৭২১৪৮০৬০২) এই নম্বর ব্যবহার করে আসছেন। রোগীর দেখার সময় তার চেম্বার থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পিরোজপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী জানান,‘পিরোজপুর জেনারেল ও চক্ষু হাসপাতালে পলাশ সাহা নামে কোন চিকিৎক নেই। ওই ভুয়া চিকিৎসককে গ্রেফতারের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।”
Leave a Reply