নিজস্ব প্রতিবেদক ॥ শেষ পর্যন্ত রাস্তায় নেমেছে নগরীর নবগ্রাম এলাকার ত্রাস খান বাহিনীর অত্যাচার নির্যাতন ও জুলুমবাজীর শিকার স্থানীয় বাসিন্দারা। এই বাহিনীর বিচার চেয়ে গতকাল সকালে নগরীর অশি^নী কুমার হল চত্তরে মানব বন্ধন করে নবগ্রাম রোডের জিয়া সড়ক এলাকার অর্ধশত বাসিন্দা। এসময় ওই বাহিনীর মূল হোতা আমিনুল ইসলামের ছবি সম্ভলিত ব্যানার প্রদর্শন করে ও তার অত্যাচার নির্যাতনের নানা বর্ননা দিয়ে বিভিন্ন লেখা পোষ্টার বুকে ধারন করে প্রত্যেক মানব বন্ধনকারী। ভুক্তভোগী জিয়া সড়ক এলাকার বাসিন্দা মৃত সেকান্দার আলী খানের স্ত্রী মাকসুদা বেগম বলেন তার সুইডেন প্রবাসী মেয়ে সুরাইয়া আক্তার জোছনার সম্পত্তি দখলের জন্য গত ১৭ জুলাই আমিনুল ইসলাম আফজাল গং তথা খান পরিবারের সদস্যরা দোকান ভাংচুর লুটপাট ও আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে ওই সম্পত্তি দখল করে। এছাড়া বিগত সময়ে এই সন্ত্রাসীদের দ্বারা তার পরিবারের সদস্যরা একাধিক বার হামলা ও জুলুমবাজীর শিকার হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও সাধারন ডায়েরী করা হলেও পুলিশ কোন আইনী পদক্ষেপ গ্রহন করেনি। তাই তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে মানব বন্ধন করতে বাধ্য হয়েছেন তিনিসহ জিয়া সড়ক এলাকাবাসী। তিনি প্রশাসনের সকল স্তরে এই সন্ত্রাসী ও জুমুলকারীদের বিচার দাবী করেছেন।
Leave a Reply