স্বরুপকাঠি প্রতিবেদক ॥ উপজেলার ৫০ শয্যা সরকারি হাসপাতাল ময়লার ভাগারে পরিনত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগের ভিত্তিতে গত ২৭ জুলাই সোমবার সকাল ১০টায় সরজমিনে দেখা যায়’ ফ্লোর, সিরি, ডাক্তার রুম, ব্রেস্ট ফিডিং রুমসহ সর্বময় ধুলা ময়লার ছরাছরি।অপারেশন থিয়েটারের দরজার উপর থেকে শুরু করে ভিতরের মুল্যবান যন্ত্রপাতি ধুলায় আচ্ছন্য।
নিচতলায় ডেন্টাল চেয়ার থেকে শুরু করে ২য় তলার চারদিকেই ধুলা ময়লায় পরিপূর্ন।হাসপাতালের বিভিন্ন স্থানে পুরাতন ভাঙ্গাচোরা আসবাবপত্র ও অন্নান্য যন্ত্রপাতিতে ছরিয়ে ছিটিয়ে রাখা।এমনকি নিচতলার বাথরুমে নেই কোনো ছিটকানি।হাসপাতালের সামনে মাস্কবিহিন প্রবেশ নিষেধ এমন একটা লিফলেট টানিয়ে দিয়েই কর্তৃপক্ষ দায়মুক্তি নিয়েছে।বিভিন্য রোগী ও তাদের আত্মীয় স্বজন এই করোনাকালে অবাধে যাতায়াত করছে হাসপাতালের সর্বত্র।
হাসপাতালের প্রবেশ মুখেই হাত ধোয়ার ব্যবস্থার জন্য পানি থাকলেও নেই কোনো সাবানের ব্যবস্থা। সর্বত্র ধুলা ও ময়লা আবর্জনার বিষয়ে উপজেলা টিএইচ ও ডাঃ ফিরোজ কিবরিয়ার সাথে কথা হয় মুঠোফোনে।তিনি বলেন এরকম কোনো পরিস্থিতি তার হসপিটালে নেই। পরে এক স্থানের কথা বললে তিনি দাবী করেন ডেন্টাল চেয়ারটি ব্যবহারযোগ্য নয় আর ক্লিনাররা সঠিকভাবে কাজ করে কিনা তাও সঠিকভাবে তদারকি হয়না। তবে হেড ক্লার্ক জুয়েল দাবী করেন ৪ জন ক্লিনারের সকলেই উপস্থিত থাকেন সর্বক্ষন।
বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি হাসপাতালের পরিবেশ ফিরিয়ে আনার। কিন্তু প্রশাসন আমাদের কথা না শুনলে কি করার আছে বলে তিনি উম্মা প্রকাশ করেন। এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির প্রধান রনী দত্য জয় বলেন প্রশাসন আমাদের কথা না শোনা আমাদেরই ব্যার্থতা। তবে হাসপাতালের পরিবেশ ফিরিয়ে আনতে যা যা করা দরকার সেটা স্বরুপকাঠির জনগনের স্বার্থে উপজেলা পরিষদ করতে বাধ্য।
Leave a Reply