এন এম দেলোয়ার, পিরোজপুর ॥ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় হাডুডু খেলার জমজমাট আসর বসে মঙ্গলবার সোহাগদলের ঐতিহ্যবাহী বাহাদুরবাড়ীর অটোরিকশা স্ট্যান্ডের সন্মুখে । গত মঙ্গলবার বিকাল ৫ টায় সময়ে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার প্রাণের স্পন্দন জনপ্রিয় হাডুডু খেলার ফাইনাল । কোরবানির আনন্দে আনন্দিত ও বিমোহিত হয়ে গ্রামের মানুষের জন্য আয়োজন করে সমাজ সেবা মূলক সংগঠন সোহাগদলের মুসল্লী বাড়ীর যুব সংগ্রাম পরিষদ। চমৎকার ও পরিপাটি পরিবেশের মধ্যে প্রধান উদ্দোক্তা মোঃ সাইফুল ইসলামের প্রচেষ্টার পাশাপাশি সহ উদ্দোক্তা হিসাবে সম্পৃক্ত হন মোঃ জাহিদ, মোঃ মিজান, মোঃ কবির হোসেন, মোঃ জাকির হোসেন ও মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এদিকে জনপ্রিয় হাডুডু খেলা দেখার জন্য বিকাল থেকেই গণ মানুষের ঢল নামে। স্থানীয় সোহাগদলের একটি টিমের সাথে ঢাকার আর একটি টিমের খেলা দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে। স্থানীয় গ্রাম পুলিশের চৌকস বাহিনীর সমন্বয়ে ও স্থানীয় স্বেচ্ছাসেবক দলের টিম গঠন করে সুশৃঙ্খল ভাবে দর্শকদের সামাল দেন। খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন মোঃ শামসুল আলম। জেলার ও স্থানীয় গণ মাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হয় আজকের জমজমাট ফাইনাল খেলা দেখার জন্য। স্বরূপকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ বহু গণ মাধ্যম কর্মীর উপস্থিত ছিলেন আজকের ফাইনাল খেলায়। টানটান ও চরম উত্তেজনাকর ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বাদশা মিয়া। সমগ্র খেলা পরিচালনা করেন মোঃ শামসুল আলম। এদিকে যুব সংগ্রাম পরিষদের কমিটির উপদেষ্টা ছিলেন জন প্রতিনিধি এনামুল হক ফোরকান সহ মৌলভী মঈনুদ্দিন, মোঃ শামসুল আলম, মোঃ জহিরুল হক ( বাচ্চু), মোঃএনামুল হক রতন, মোঃ নজরুল ইসলাম শাহীন, মোঃ মিজান মোল্লা ও আতাহার মেম্বার প্রমুখরাও উপস্থিত ছিলেন । পডন্ত বিকেলের পরিবেশটাকে মনোমুগ্ধকর করে তোলে গ্রামের অতি জনপ্রিয় হাডুডু খেলার ফাইনাল খেলা। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হন ঢাকার সমর্থনকারীদের টিম ।স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিক মোঃ রাসেলের নিজ দলের চ্যাম্পিয়ানে বেজায় খুশি স্থানীয় সাংবাদিক মহল। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়েরা।
Leave a Reply