নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটেছে। সকাল ৯টা পর্যন্ত ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস। বেশ কয়েকদিনের অসহনীয় গরমের পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে বরিশালের নগরজীবন। বরিশাল আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৪টা ২০ মিনিটে বেশকিছু বজ্র সহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। ভোর ৬টা পর্যন্ত ১ ঘণ্টা ৪০ মিনিটে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়। এর পরের তিন ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত ৩ মিলিমিটার বৃষ্টিসহ মোট ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ভোরে বজ্রবৃষ্টি চলাকালে ৫৪ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যায়। বৃষ্টির কারণে নগরীর প্রাণকেন্দ্র সদররোড, প্রেস ক্লাব, মহিলা কলেজ সড়ক,পলাশপুর, রসুলপুর, চরের বাড়ি, সহ বেশকিছু নিচু রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। তবে তাপমাত্রা কিছুটা কমায় স্বস্তি ফিরেছে জনজীবনে। বরিশাল সদর উপজেলার বিভিন্ন এলাকায় কাচাঘরসহ গাছ পালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৩ আগস্ট) বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার বৃষ্টির পর বেলা ১১টায় বরিশালের তাপমাত্রা দাঁড়ায় ২৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে এখনো বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি হালকা বাতাস বইছে।
Leave a Reply