মেঘনার পানি বিপদসীমার ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
ভোলা প্রতিবেদক ॥ এখনো নিস্তব্ধ হয়নি ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী। বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবারও উত্তাল ছিল ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদ-নদী। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার মেঘনার পানি বিপদসীমার ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রবল জোয়ারের চাপে ভোলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি এলাকা। বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের মুরাদসফিল্লাহ পয়েন্ট (রামদাসপুর কান্দি) এলাকায় ১৫ মিটার এলাকা জুড়ে বাঁধ ভেঙে যায়। পানিতে তলিয়ে গেছে পুকুর, ফসলি জমি, মাছের ঘেরসহ বিভিন্ন স্থাপনা। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধশত গ্রামের কয়েক হাজার মানুষ। ঝুঁকিপূর্ণ রয়েছে সোনাডগী ও রাজাপুর ইউনিয়ন বেড়িবাঁধ। ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান জানান, জোয়ারের চাপ কমে গেলে পুনরায় বাঁধ মেরামতের কাজ শুরু হবে। এখন কিছুই করার নেই। এদিকে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছে নদী-তীরবর্তী মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান জানান, বৃহস্পতিবার মেঘনার পানি বিপদসীমার ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। রামদাসপুর কান্দি এলাকায় একটি বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। সোনাডগী ও রাজাপুর ইউনিয়নের আরও দুইটি বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। এখন কোনো ব্যবস্থা ই নেওয়া সম্ভব নয়। তবে পানির চাপ কমলে ভাঙা বেড়িবাঁধ মেরামত ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পুনঃসংস্কার করা হবে বলে জানান তিনি।
Leave a Reply