ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সর্বশেষ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সাংসদসহ জেলায় নতুন করে আরো ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১০ জনে।
এর আগে ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন ও তার স্ত্রী অঞ্জলি সেন করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে বর্তমানে তারা সুস্থ আছেন।
সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার জানান, রোববার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সদর হাসপাতালের চিকিৎসকের মেয়েসহ জেলা সদরে তিনজন, বালিয়াডাঙ্গীতে সাংসদ দবিরুল, সোনালী ব্যাংকের কর্মকর্তা ও তার স্ত্রী, এক স্বাস্থ্যকর্মীসহ সাতজন, রানীশংকৈলে উপজেলা কৃষি কর্মকর্তাসহ দুজন, পীরগঞ্জে জনতা ব্যাংকের কর্মকর্তাসহ তিনজন এবং হরিপুরে একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে সদরে ৪০০, হরিপুরে ৭৯, পীরগঞ্জে ৭৩, রানীশংকৈলে ৯৮ ও বালিয়াডাঙ্গী উপজেলায় ১৬০ জনের করোনা শনাক্ত হলো।
আক্রান্তদের মধ্যে ৪৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানান সিভিল সার্জন।
Leave a Reply