পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় স্কুলছাত্র আরদিন খান অভির মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সহপাঠিরা। বুধবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করে তারা। তাদের অভিযোগ হাসপাতালে কর্তব্যরত ডাক্তারদের অবহেলা ও দুর্নীতিতে অকাল মৃত্যুসহ মানুষ নানা ভাবে ভোগান্তির শিকার হচ্ছে। কিন্তু দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত কোন ব্যবস্থা নেয়া হয়না। এর প্রতিকার ও দোষীদের বিচারের দাবীতে প্রয়োজনে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় ছাত্ররা।
অভির সহপাঠিরা জানান, ২০১৯ সালে ২৬ আগস্ট পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় পটুয়াখালী সরকারী জুবিলী স্কুলের ছাত্র অভির মৃত্যু হয়। কর্তৃপক্ষ তাদের অবহেলা আড়াল করে আত্মহত্যা বলে অপপ্রচার করে। পরে ভিসারা রিপোর্টে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় বিষয় স্পষ্ট হয়। এঘটনায় অভির মা মমতাজ বেগম বাদী হয়ে তৎকালীন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সাইদুজ্জামান, জরুরী বিভাগের ডাক্তার মোঃ আনোয়ার উল্লাহ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক্ষ মাজহারুল ইসলাম, জুনিয়র কন্সালট্যান্ট শামীম আল আজাদ, ডাক্তার তারেক হাসান এবং সিনিয়র স্টাফ নার্স আফসানা বেগমকে আসামী করে আদালতে মামলা করেন।মামলাটি বর্তমানে জুডিশিয়াল তদন্তধীন রয়েছে।’
Leave a Reply