নিজস্ব প্রতিবেদক ॥ আধুনিক আসবাব বিক্রয়কারী প্রতিষ্ঠান হাতিল কমপ্লেক্স লিমিটেডের বরিশাল শাখার ডিলারশিপ বাতিল করার অভিযোগে প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে ডিলারশিপের মালিক হান্নান মল্লিক মামলাটি দায়ের করেন। আদালতে বিচারক কাজী কামরুল ইসলাম মামলাটির আদেশের জন্য পরবর্তী দিন ধার্য্েযর নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযুক্ত অন্যারা হলেন- ঢাকা মিরপুর শেওড়া পাড়া একই অফিসের পরিচালক (বিপনন), সহকারী মহা ব্যবস্থাপক, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান বিক্রয় ও বিপনন কর্মকর্তা ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত টেরিটরি ইনচার্জ এইচ এম আশরাফুল আলম। মামলা পরিচালনাকারী আইনজীবী আজাদ রহমান জানান, ২০১১ সালের ২৬ আগস্ট বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হান্নান মল্লিক মেজর এমএ জলিল সড়কে আধুনিক ফার্নিচার বিক্রয়কারী প্রতিষ্ঠান হাতিল কমপ্লেক্স লিমিটেডের বরিশাল শাখার ডিলারশিপ নেন।
বরিশালের বাজারে ব্যবসা পরিচালনা করা প্রতিযোগীতামূলক হওয়া স্বত্ত্বেও হান্নান মল্লিক প্রতিষ্ঠানের প্রস্তুত করা বিভিন্ন ব্রান্ডের উন্নতমানের আসবাবপত্র বাজারজাত করতে ৭০ লাখ টাকা বিনিয়োগ করেন। আধুনিক শো রুম তৈরি ও মাসিক বেতনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেন।
দীর্ঘ দিন প্রতিষ্ঠানের দিক নির্দেশনা মোতাবেক ব্যবসা পরিচালনা করার পরেও হান্নান মল্লিককে হাতিলের পক্ষ থেকে নির্দেশনামূলক পত্র ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ২০১৯ সালের ১২ মে, ১৩ জুলাই ও ৫ অক্টোবর প্রকৃত ব্যবসায়িক বাস্তবতা ও ভবিষ্যত উন্নয়নের পরিকল্পনা ব্যাখ্যা করে পত্র প্রেরণ করে হাতিলকে জানান হান্নান মল্লিক। এক্ষেত্রে হাতিলের পণ্য শতভাগ কাঠ দিয়ে তৈরির কথা প্রচার করা হলেও আসবাবপত্র কাঠ দিয়ে তৈরি না হওয়ায় ব্যবসায়িক প্রতিযোগীতায় পিছিয়ে থাকার কথা উল্লেখ করেন হান্নান মল্লিক। গত ২৭ আগস্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা হান্নান মল্লিককে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাতিলের সাইনবোর্ড নামিয়ে ফেলার নির্দেশ দেয়। তবে বিভিন্ন গ্রাহকের কাছে হান্নান মল্লিকের ৫০ লাখ টাকা পাওনা থাকায় সাইনবোর্ড নামাতে অস্বীকার করেন হান্নান।
Leave a Reply