নিজস্ব প্রতিবেদক ॥ চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলা কারাগারে যাওয়া বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান লিটন মোল্লা জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদের আদালতে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার শহিদুল ইসলাম।
গত বৃহস্পতিবার বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করলে বিচারক জামিন দেন।
Leave a Reply