ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে জমি বিরোধের জের ধরে মা-মেয়েকে হত্যার চেষ্টায় কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। গত সোমবার দুপুর ১২ টায় উপজেলার সিদ্ধকাঠী মালওয়ার গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওয়াহেদুজ্জামানের স্ত্রী রিনা বেগম এবং তার মেয়ে জাহানারা আক্তার। এদের মধ্যে জাহানারা আক্তার এর অবস্থা খুবই আশঙ্কাজনক। অবস্থার অবনতি হলে যেকোনো সময় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
আহত রিনার স্বামী ওয়াহিদুজ্জামান বরিশালটাইমসকে জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ওয়াহিদুজ্জামানের চাচাতো ভাই হাবিবুর রহমান খন্দকার এর বিরোধ চলে আসছে। প্রায় সময় ওয়াহিদুজ্জামানের জমিতে প্রবেশ করে জমি দখলের পায়তারাসহ ফল-ফলাদি নষ্ট করে হাবিবুর রহমান ও তার পরিবারের সহযোগীরা। পাশাপাশি তুচ্ছ বিষয় নিয়ে ওয়াহিদুজ্জামানের পরিবারকে বিভিন্ন ভয়-ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ঘটনার দিন দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে হাবিবুর রহমানের সাথে ওয়াহিদুজ্জামানের পরিবারের দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে একপর্যায়ে হাবিবুর রহমান ও তার স্ত্রী লুৎফা বেগম, মেয়ে মারুফ ও মারিয়া পরিকল্পিতভাবে ওয়াহিদুজ্জামানের স্ত্রী রিনা বেগমের ওপরে হামলা চালায়। তাকে বাঁচাতে মেয়ে জাহানারা আক্তার আসলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন হাবিবুর রহমানসহ সন্ত্রাসীরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নলছিটি থানা অফিসার্স ইনচার্জ সাখাওয়াত হোসেন বরিশালটাইমসকে জানান, অভিযোগ দেওয়া হলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply