এনএম দেলোয়ার, পিরোজপুর : মাদকের সাথে কোন আপোষ নেই, মাদক শেষ করে ব্যাক্তি সহ একটি একটি পরিবার, একটি সমাজ সহ সমগ্র উপজেলা। মাদকের কড়াল গ্রাসে নিমজ্জিত উপজেলার বহু কিশোর কিশোরী সহ যুব সমাজের তরতাজা মানুষগুলো। মাদকের সাথে কোন রকম আপোষ নয় আর একথা গুলো বলেন, সময়ের আলোচিত ও দুর্দান্ত সাহসী নেছারাবাদ থানার সদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোঃ হোসাইন। সোহাগ দল ইউনিয়ন পরিষদের আয়োজনে বিট পুলিশিং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আবির মোঃ হোসাইন আরও বলেন, শুধু মাদকই নয় আমি ছারছিনার পূর্ণ ভূমির উপর শতভাগ শ্রদ্ধা রেখে কুমারী বালক বালিকাদের হাতে অহেতুক মোবাইল ফোন নিয়ে চালাচালি দেখতে চাই না। তবে কোমল মতি শিক্ষার্থীদের অন লাইন পড়াশোনার জন্য বিশেষ ছাড় আছে। মোবাইল নিয়ে অহেতুক ঝোপঝাড় সহ ব্রীজ ও টোঙ্গ দোকানের চায়ের আড্ডায় মত্ত থেকে মোবাইল জুয়া চলবে না। বিপদ গামী কিশোর রংবাজদের সুপথে ফিরিয়ে আনাও আমার অন্যতম মিশন ও ভিশন। নেছারাবাদ উপজেলার মধ্যে রং ঢং করে চুলের স্টাইল চলবে না বর্তমান সময়ে। সকলে সকলকে নিয়ে সুন্দর উপজেলার পদ মর্যাদা স্থাপন করতে হবে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ নিয়ে ।তিনি আরও বলেন, পিরোজপুর জেলার বর্তমান ডিআইজি স্যারের আদর্শ নিয়ে আমাদের নেছারাবাদ উপজেলাকে একটা রোল মডেল হিসাবে উপহার দিবে আগামীর জন্য। তিনি আরও বলেন, ১৮ বছরের আগে কোন ছেলে বাইক চালাতে পারবেন না এমনকি পেশাদারী হিসাবে প্রশ্নই আসে না। তবে মাদকের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর তেমনি বাল্য বিবাহের ক্ষেত্রেও আরও কঠিন ভূমিকা থাকবে আমি সহ সমগ্র প্রশাসনের। এদিকে আজকের অনুষ্ঠান সঞ্চালন করেন নেছারাবাদ থানার দক্ষ অফিসার মোঃ তাজেল। শুরুতেই পরিচয় পর্ব দিয়ে শুরু করেন আলোচনা সভার কার্যক্রম। স্বাগত বক্তব্য দিয়ে শুরু করেন এস আই তাজেল সহ সোহাগদল ইউনিয়নের জনপ্রতিনিধিরা। বিশেষ বক্তব্য রাখেন সোহাগ দল ইউনিয়নের জনপ্রিয়তার শীর্ষে থাকা আঃ রশিদ চেয়ারম্যান। চেয়ারম্যান তার সংক্ষিপ্ত বক্তব্যে মাদকের বিরুদ্ধে কঠিন ভূমিকা তুলে ধরেন সাহসীকতার মধ্যে।জোরালো ভাষায় মাদকের সাথে কোন রকম আপোষ নয়। আলোচনা সভায় উপস্থিত উপস্থিত ছিলেন বন্দর কমিটির স্বর্ণ ব্যাবসায়ী মালিক সমিতির শীর্ষ নেতা সহ বহু শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আজকের আলোচনা সভায়।
এদিকে এলাকার চেয়ারম্যান আঃ রশিদ গণ মাধ্যম কর্মীদের বলেন, মাদককে না বলুন, আর এ শ্লোগানকে সামনে রেখে দূর্বার গতিতে শুরু করেন নেছারাবাদ থানার সদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোঃ হোসেন ।প্রধান অতিথির বক্তৃতায় কঠিন কথাবার্তা দিয়ে শুরু করেন সোহাগদল ইউনিয়নের আয়োজনে বিট পুলিশিং আলোচনা সভায় । বৃহস্পতিবার সকাল ১১ টার সময়ে শুরু হয় বিট পুলিশিং আলোচনা সভা ছিল পরিপাটি পরিবেশের মধ্যে সুনিয়ন্ত্রিত। জেলার ও স্থানীয় গণ মাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন আজকের আলোচনা সভায়। সর্বশেষ তথ্য মতে নেছারাবাদ থানার সদ্য দায়িত্ব পালন করা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোঃ হোসাইনের গঠন মূলক কথায় মুগ্ধ সোহাগদলবাসীরা।
Leave a Reply