নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে চাঁদা না দেয়ায় প্রধান সহকারীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের বহিষ্কারসহ শাস্তির দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিলে বাধা দেয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষর বিরুদ্ধে। তবে অধ্যক্ষের অনুুুনমতিতেই ক্যাম্পাসের মধ্যে ওই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন তারা। এর আগে হাতেম আলী কলেজের অজিদুজ্জামান সোহেল এর উপর বহিরাগতদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং বিচার দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে শিক্ষা বিভাগীয় কর্মচারী কল্যাণ পরিষদ।
আয়োজকরা জানিয়েছেন, ‘চাঁদা না পেয়ে ছাত্রলীগ নামধারী বহিরাগত রাকিব তালুকদার তার লোকজন নিয়ে ক্যাম্পাসে ঢুকে প্রধান সহকারী অহিদুজ্জামানকে মারধর করে। এই ঘটনায় অহিদুজ্জামান থানায় মামলা করেছেন। কিন্তু এর পরেও পুলিশ অভিযুক্ত রাকিব তালুকদারকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসছে না। তাই ওই হামলার প্রতিবাদ এবং অভিযুক্তদের গ্রেফতারসহ বহিষ্কারের দাবিতে শিক্ষা বিভাগীয় কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে শনিবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কিন্তু মানববন্ধনের শুরুতেই কলেজ অধ্যক্ষ কর্মচারী নেতৃবৃন্দকে ডেকে এ ঘটনায় মামলা হওয়ায় এখন কোন ধরনের কর্মসূচি পালন না করার জন্য বলেন। তবে কর্মচারী নেতৃবৃন্দের দাবির মুখে ক্যাম্পাসের মধ্যে মানববন্ধনের অনুমতি দিলেও মিছিল করতে দেননি অধ্যক্ষ। এদিকে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের জেলা কমিটির সভাপতি মানিক মৃধা। এছাড়াও বক্তব্য রাখেন ওই কমিটির সাধারণ সম্পাদক মৃধা মো. নাসির উদ্দিন, কর্মচারী নেতা আশিকুর রহমান, কাওসার ফরাজী, হামিদুল ইসলাম, শাহাদাৎ হোসেন, হারুন অর রশিদ, মামুন অর রশীদ, জেবুন্নেছা প্রমুখ।
Leave a Reply