নিজস্ব প্রতিবেদক ॥ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতন ও বিচারহীনতার বিরুদ্ধে বরিশালে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী। বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠী বরিশাল জেলা সংসদের উদ্যোগে শনিবার (১০ অক্টোবার) সকাল সাড়ে ১০টায় এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদী গনসংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ শেষ হয়। উদীচী জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে বক্তব্য রাখেন সনাক বরিশালের সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, সাংস্কৃতিক সংগঠক বিশ্বনাথ দাস মুন্সি, জীবন কৃষ্ণ দে, নজমুল হোসেন আকাশ সহ অন্যান্যরা। বক্তারা নারী ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার দাবী জানান। একই ‘পৃথিবীর সব দেশে ধর্ষন আছে’ মর্মে স্বরাস্ট্র মন্ত্রীর বক্তব্য ধর্ষকদের আরও উৎসাহিত করবে আংশকা করা হয়। তারা স্বরাস্ট্র মন্ত্রীর ওই বক্তব্যের তীব্র নিন্দা জানান।
Leave a Reply