স্টাফ রিপোর্টার ॥ বরিশালে এক ইয়াবা ব্যবসায়ীর পেট কেটে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা সদস্যদের হাতে আটক মাদক ব্যবসায়ীকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে অস্ত্রোপচার করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক ইয়াবা ব্যবসায়ীর নাম মো. নূরে আলম। তিনি লক্ষ্মীপুরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।
বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন জানান, নুরে আলম ইয়াবাসহ বরিশালে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিনগত রাতে নগরের কাশিপুর এলাকায় জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা অভিযান পরিচালানা করে তাকে আটক করে। পরে পুলিশের জিঞ্জাসাবাদে নূরে আলম জানান তার পেটের ভেতর ইয়াবা বহন করছেন। পরবর্তীতে ওই ইয়াবা উদ্ধারের জন্য দুপুরে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করানো হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার পেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইখতিয়ার হাসান জানান, মাদক ব্যবসায়ী নূরে আলমের অস্ত্রোপচার শেষে তাকে বেডে রাখা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। তিনি বলেন, প্রথমে আমরা ইয়াবার প্যাকেটটি মলদ্বার থেকে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। পরে অস্ত্রোপচার করে পেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবা বের করা হয়।
Leave a Reply