নিজস্ব প্রতিবেদক ॥ বিস্ফোরক মামলায় বিএনপির ২৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘদিন আসামিরা পলাতক থাকার পর গতকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বরিশাল স্পেশাল ট্রাইবুনাল নম্বর-১ আদালতের বিজ্ঞ বিচারক মো. রফিকুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। ২০১৮ সালের ৩ নভেম্বর সরিকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুুিক্তযোদ্ধা মো. মেজবা উদ্দিন আকন বাদী হয়ে ৫০ জন নামধারীসহ অজ্ঞাতনামা ২শতাধিক আসামি করে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। এরপর থেকে অসামিরা পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদের নির্বাচনের সময় ২০১৮ সালের ২ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে গৌরনদী হোসনাবাদ সড়কের স্টীমারঘাট চকিদার বাড়ি এলাকায় রাস্তা কেটে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয় অজ্ঞাতনামা ব্যক্তিরা। যাওয়ার সময় ৫/৭টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি ও ধানের শীষের পক্ষে বিভিন্ন শ্লোগান দেয়। এছাড়া গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ এলাকায় বোমা হামলা চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আহত করে। এ ঘটনায় ৩ নভেম্বর সরিকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মেজবা উদ্দিন আকন বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এতদিন আসামীরা পলাতক থেকে সোমবার আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
Leave a Reply