বিশেষ প্রতিবেদক : খালেদা জিয়ার মুক্তি সরকারই বিলম্বিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়া, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শফিউল বারী বাবু, রাজীব আহসানের মুক্তির দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামে বিএনপিপন্থি একটি সংগঠন।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ, বিএনপির, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা খালেদা ইয়াসমীন, খন্দকার মারুফ হোসেন, শাহ মো. নেসারুল হক, লেবার পার্টির একাংশের হামদুল্লাহ আল মেহেদী, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা বক্তব্য রাখেন। ড. খন্দকার মোশাররফ বলেন, সুপ্রিম কোর্টের ঘাড়ে বন্দুক রেখে সরকারই তাকে অন্যায়ভাবে কারাগারে আবদ্ধ রেখেছে। সরকার যদি আবদ্ধ না রাখতেন তাহলে হাইকোর্টে জামিন হওয়ার পরে সরকার পক্ষ থেকে আপীল করলো কেনো? সরকারের নির্দেশ ছাড়া অর্থাৎ প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া এই আপীল করা সম্ভব নয়। সর্বোচ্চ জায়গা থেকে ইঙ্গিত না হলে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ এটা করতে পারে না। সরকারই আদালতকে পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণ করে আমাদের নেত্রীকে কারাগারে রেখেছে। একটি উদ্দেশ্য আগামী সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও বিএনপিকে বাইরে রেখে একটি প্রহসনের নির্বাচন করা। তিনি বলেন, আমরা বলতে চাই, যে আন্দোলনে স্বৈরাচারের পতন হয়, যে আন্দোলনে স্বৈরাচারের টনক নড়ে, আমাদেরকে সেই আন্দোলন করতে হবে।
Leave a Reply