নিজস্ব প্রতিবেদক ॥ ৫ দফা দাবীতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি কলেজের বে সরকারি কর্মচারীরা। সরকারি কলেজের বেসরকারি কর্মচারী পরিষদ বরিশাল বিভাগের উদ্যোগে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগীয় অনিয়মিত (দৈনিক মজুরী ভিত্তিক) কর্মচারী সংগ্রাম পরিষদের সরকারি বিএম কলেজ শাখার আহবায়ক মোঃ ইউসুফ মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বরিশাল জেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন আনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি মোহাম্মদ মানিক মৃধা, সহ-সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, শিক্ষা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ হামিদুল ইসলাম। বক্তব্য রাখেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারী পরিষদের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখার সভাপতি মোহাম্মদ মামুন অর রশিদসহ ঝালকাঠি, ভোলা, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন সরকারি কলেজের বেসরকারি কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা তাদের ৫ দফা দাবির পক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান। দাবিগুলো হলো, সরকারি কলেজে কর্মরত বেসরকারী কর্মচারীদের নিয়োগের তারিখ হতে চাকুরী সরকারিকরণ করা, চাকুরী সরকারি হওয়ার পূর্ব পর্যন্ত স্ব স্ব পদের বেতন ভাতাদি সরকারি স্কেল অনুযায়ী দেয়ার ব্যবস্থা করা, কর্মরত কর্মচারীদের চাকুরী সরকারি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ রাখা, কর্মরতদের সরকারিকরণের ক্ষেত্রে বয়সের কোন উর্ধ্বসীমা নির্ধারণ না করা, আউটসোর্সিং প্রথা বাতিল করা।
Leave a Reply