নিজস্ব প্রতিবেদক ॥ ই.ডি কর্মচারীদের সম্মানী ভাতার তিনগুর বৃদ্ধির দাবী, ডিজিটাল পোষ্ট অফিসের (ই.ডি) কর্মচারীদের, বয়সের সীমা নির্দ্ধরন, এককালীন আর্থিক সুবিধা প্রদানের সিদ্ধান্তে ই.ডি কর্মচারীদের চাকুরীতে যোগদানের বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এবং অবসরের সময় এককালীন সময়ে সমপরিমান টাকা পরিশোধের নীতিমালা জারী করা, কর্মচারীদের দুই মাসের সম্মানী ভাতার সম পরিমান টাকা উৎসব ভাতা হিসাবে প্রদান করা, বর্তমান সরকারের ঘোষিত অন্যান্য কর্মচারীদের ন্যায় ই.ডি কর্মচারীদেরকে বৈশাখী ভাতা প্রদান, ও শ্যন্যপদে জনবল নিয়োগ সহ দশ দফা দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে পোষ্টাল (ই.ডি) কর্মচারী ইউনিয়ন বরিশাল জেলা শাখা। রবিবার দুপুর দুইটায় নগরীর ফজলুল হক এ্যাভিনিয় সড়কে বিক্ষোভ মিছিল ও প্রধান ডাকঘড়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পোষ্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সভাপতি হুমাউন কবীরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে দাবী আদায়ের জন্য বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম,সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন খাঁন। এসময় আরো বক্তব্য রাখেন, বসির আহমেদ,কমল, অশোক কুমার, ডাঃ আবুল হাসান আকন, কুদ্দুশ মিয়া, তৈয়বআলী সন্যামত প্রমুখ। এসময় ই.ডি কর্মচারীরা বলেন, আমরা আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে আন্দোলনের মাধ্যমে সরকারী কর্মচারী হয়েও দাবী জানিয়ে যাবার পাশাপাশি দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এর পূর্বে নগরীর ফজলুল হক এ্যাভিনিয় সড়কস্থ প্রধান ডাকঘড়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বেড় করে সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের সড়ক হয়ে ডাকঘড়ের পিছনের গেটে এসে শেষ করে।
Leave a Reply