গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি ॥ ঝালকাঠিতে জেলা প্রশাসন অভিযান চালিয়ে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে ১বছরের সশ্রম কারাদন্ড ও ১টি ড্রেজার এবং ২টি বলগেট আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি মো.হাসান এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন।
বালু উত্তোলনের দায়ে মো.জালাল(৬৫) পিতা মো.আবুল কালাম সাং পুখরীজানা রাজাপুর, মো.রাসেল খান(২২) পিতা মো.বজলু খান সাং ছোটবিধাই পটুয়াখালী সদর, মোমিন হাওলাদার(৩৫) পিতা নূর মোহাম্মাদ হাং সাং পিংরি রাজাপুর। মহসিন(৩৫) পিতা তানজের আলী সাং কজির খালী আমতলী বরগুনা। এদেরকে ১বছর করে প্রত্যেককে সাজা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি মো. হাসান জানান, মঙ্গলবার ভোর ৬টায় ঝালকাঠি সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে ৫ জন বালু শ্রমিককে বালু উত্তোলনের সময় আটক করা হয় এবং একটি বালু উত্তোলনের ড্রেজার ও দুটি বালু বহনকারী ভলগেট জব্দ করা হয়। এদের মধ্যে ৪ জন প্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের কে ১বছর করে কারাদন্ড দেওয়া হয় এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে জরিমান করে ছেড়ে দেওয়া হয়েছে।
সরেজমিনে গিয়ে জানাযায়, অবৈধ বালু উত্তোলনের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরেই রয়েগেছে। অপরদিকে ভাঙ্গলকুলের জনগণ ঝালকাঠি জেলা প্রশাসক মো.জোহর আলীকে ধন্যবাদ জানিয়েছেন ও এই অভিযান অব্যহত রাখার অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply