আনোয়ার হোসেন ॥ বরিশাল সদর উপজেলা ১০ নং চন্দ্রমোহন ইউনিয়নে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন উপজেলা পর্যায়ে রাজস্ব খাতের আওতাধীন ৭ দিন মেয়দী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ভাইভা পরিক্ষা অনুষ্ঠিত। গতকাল যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে চন্দ্রমোহন আর এম মাধ্যমিক বিদ্যালয়ে বিকাল ৪ টার সময় পরিক্ষা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মোঃ শোয়েব ফারুক সহকারী উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রহমান সন্যামত, মোঃ বাবুল গাজী সহকারী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা, মোঃ হাসান সিকদার প্রশিক্ষিত যুব প্রশিক্ষক উপজেলা যুব উন্নয়ন। পরিক্ষা শেষে মোঃ শোয়েব ফারুক বলেন, বাংলাদেশে অসংখ্য বেকার যুবক রয়েছে যারা অগণিত। তাদের বেশিরভাগই যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না। এসব চিন্তাভাবনা করে বাংলাদেশ সরকার প্রতিটি জেলা ও উপজেলায় একটি বিভাগ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। এই ক্ষেত্রে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। আজ বাংলাদেশের বৃহত্তম সমস্যা বেকারত্ব। আমাদের এটি কাটিয়ে উঠা উচিত। এক্ষেত্রে জনসচেতনতাও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আপনারা যুবক এই বয়সে যে কোনও ব্যাবসা করতে পারেন চাকুরী উপর নির্ভরশীল না হয়ে গবাদিপশু এমনকি হাসঁ মুরগির ব্যাবসা করতে পারেন আর ওই ব্যবসায় সহযোগীতা করবে যুব উন্নয়ন অধিদপ্তর। ব্যবসার জন্য প্রথমে আপনাকে ৪০ হাজার টাকা দিবে অধিদপ্তর। ব্যাবসা করে তিন মাস পরে ২ হাজার করে দুই বছরের মধ্যে ওই টাকা নিভেন যুব উন্নয়ন অধিদপ্তর। আব্দুর রহমান বলেন, নিজের মানসিকতার পরিবর্তন করুন। স্ব-কর্মসংস্থানের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করুন। যুব উন্নয়ন অধিদপ্তরের টাকা দিয়ে স্বাধীনভাবে ব্যাবসা করুন। তিনি বলেন, আজ বরিশালে যারা বড় ব্যবসায়ী তারা একদিন সামান্য টাকা দিয়ে ছোট ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী হয়েছে। আপনারাও হতে পারবেন তাদের মতো। তাই যুব উন্নয়ন অধিদপ্তর আপনাদের বেকারত্ব ধুর করতে সব ধরনের সহ সহযোগীতা করছে।
Leave a Reply