নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি এবং সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বিভিন্ন প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থী মোঃ খালিদ হাসান বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেবার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর ফেসবুকে এমন প্রচারণাকে গর্হিত ও বেআইনি কাজ হিসেবে উল্লেখ করেছে আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও আইনবিদেরা। অভিযোগ সূত্রে জানা গেছে, খালিদ হাসান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দীর্ঘদিন যাবৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার এবং দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি মূলক বিভিন্ন স্ট্যাটাস দিয়ে আসছে।
এছাড়া সাম্প্রদায়িক বিদ্বেষমূলক নানা মতামত প্রচার করে আসছিলেন তিনি।বিষয়গুলো বিগত কয়েকমাস যাবৎ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের নজরে আসে। পরবর্তীতে আজ বৃহস্পতিবার খালিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন কিছু শিক্ষার্থী। অভিযুক্ত খালিদ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার কর্মী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাশ বলেন, ‘এক শিক্ষার্থীর ব্যবহৃত ফেসবুক আইডি থেকে দেয়া বিভিন্ন স্ট্যাটাসের স্ক্রিনশট (কপি) সহ একটি অভিযোগ আজ বৃহস্পতিবার সকালে আমাদের হাতে এসেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে ঐ শিক্ষার্থী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নিয়ে কটুক্তি এবং সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বিভিন্ন বার্তা ছড়িয়েছে। এগুলো যথাযথ তদন্ত পূর্বক বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেবার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে’। আর সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কার্যক্রমকে ধৃষ্টতা বলে উল্লেখ করেছেন বরিশালের আওয়ামী নেতৃবৃন্দ। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘স্বাধীন বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অবদান যেকোনো তর্কের উর্ধ্বে। এছাড়া একটি দেশের সর্বোচ্চ সম্মানিত পদটি হলো প্রধানমন্ত্রী।সেই বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে ফেসবুকে কটুক্তি অত্যন্ত ঘৃণিত ও গর্হিত কাজ। এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জেষ্ঠ আইনজীবী ও সাবেক আওয়ামীলীগ নেতা এড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করা অত্যন্ত নিন্দনীয় কাজ৷ এছাড়া সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বার্তা ছড়িয়ে সামাজিক শান্তি বিনষ্টের চেষ্টাকরা আইনত দন্ডনীয় অপরাধ।
Leave a Reply