পিরাজপুর প্রতিনিধি ॥ সড়ক ও জনপদ বিভাগ পিরাজপুরর মঠবাড়িয়া পর শহরর বহরাতলা ব্রিজ থক থানাপাড়া ব্রিজ পর্যÍ সড়ক দ্রুত সং¯ার ও ৩০ ফুট প্রস¯করণসহ ৫ দফা দাবিত মানববন্ধন করা হয়ছ। সোমবার সকাল মঠবাড়িয়া প্রসক্লাবর আয়াজন কদ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কর এ মানববন্ধন বিভিন শ্রণীপশার শহ¯ শতাধিক লাক অংশ গ্রহন করন।
প্রসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশর সভাপতিত্ব আদলন সংহতি প্রকাশ কর বক্তব্য রাখন, উপজলা ভাইস চয়ারম্যান আরিফুর রহমান সিফাত, আ‘লীগ সহ-সভাপতি মা. আরিফ-উল হক, শিক্ষক নতা নূর হাসাইন মাল্লা, আলমগীর হাসন খান, রনজিৎ কুমার শীল, বনিক সমিতির সভাপতি শামসুল আলম, প্রসক্লাব সাবক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু, যুবলীগ সাবক সভাপতি শাকিল আহম্মদ নওরাজ, সাধারণ সম্পাদক জুলহাস শাহিন, সামাজ সবক আলাউদ্দিন আল আজাদ ও সাংবাদিক ইসমাইল হাসন হাওলাদার ও আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রমূখ।
বক্তারা, আগামী ৪ মাসর মধ্য পর শহরর বহরাতলা ব্রিজ থক থানাপাড়া ব্রিজ পর্যÍ সড়ক ৩০ ফুট চওড়া ও সড়কর দু‘পাশ পথচারীদর চলাচলর জন্য ফুটপাত নির্মাণ, সড়কর মধ্য যত্রতত্র পল্লী বিদ্যুতর খুটি অপসারণ, রিক্সা, ভ্যান, অটা রিক্সা, মাহিদ্র, ভাড়ায় চালিত মটর সাইকলর জন্য নির্ধারিত স্ট্যান্ড নির্মাাণ লক্ষ মাননীয় সংসদ সদস্য ও পর ময়রর দষ্টি আকর্ষণ করন। এবং পিরাজপুরর সড়ক ও জনপদ বিভাগর নির্বাহী প্রকশলী ও জি এম পল্লী বিদ্যুৎ‘র গাফলাতির জন্য দায়ী কর। ঘাষিত দাবি বাস্তবায়ন না হল ধারাবাহিক আদালনর মাধ্যম মঠবাড়িয়া পর শহর অচল কর দয়ার ঘাষনা দন।
Leave a Reply