উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরের সাতলার কচানদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ড্রেজার বিনষ্ট করা হয়। ৮ নভেম্বর বেলা ৩টায় কচা নদীতে অভিজান চালিয়ে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় হাতে নাতে কামাল মোল্লা (১৯), শামীম বেপারী(১৯) কে গ্রেফতার করে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তী জানান মাটির তলদেশ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply